চুক্তির আগেই আল হিলালের জার্সি পরলেন নেইমার, পাচ্ছেন ব্যক্তিগত বিমান, সঙ্গে রাখতে পারবেন বান্ধবীকে!



মুসলিম রাষ্ট্র হিসেবে সৌদি আরবে বিয়ে না করে কোনো যুগলের একসঙ্গে থাকার বিধান নেই। তবে বিদেশি হিসেবে এই আইন শিথিল করেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ায় আল নাসর। সৌদি ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তির শর্তই ছিল, বান্ধবী জর্জিনা রগ্রিগেজ ও সন্তানদের নিয়ে একসঙ্গে থাকার অনুমতি দিতে হবে। সৌদি সরকারের অনুমতিক্রমে আল নাসর এই শর্ত মেনেই চুক্তি করে রোনালদোর সঙ্গে। রোনালদোকে অনুসরণ করে নেইমারও আল হিলালের কাছ থেকে ঠিক একই রকম শর্ত আদায় করে নিয়েছেন। পিএসজির ব্রাজিলিয়ান তারকাও বান্ধবী ব্রুনো বিয়ানকার্দিকে সঙ্গে নিয়েই বসবাস করতে পারবেন সৌদি আরবে।

শুধু কি বিয়ে বহির্ভূতভাবে বান্ধবীকে নিয়ে একই ছাদের নিচে বসবাসের শর্ত আদায়! আল হিলালের প্রস্তাব গ্রহণের আগে ব্যক্তিগত আরো অনেক সুযোগ-সুবিধাই আদায় করে নিয়েছেন নেইমার। তার একটা শর্ত হলো—ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার। আল হিলালও তার এই শর্তে রাজি হয়েছে। নেইমার-আল হিলাল চুক্তিতে আরো যেসব শর্ত থাকছে, সেসব উল্লেখ করা হলো পাশের চার্টে।

দলবদলে আনুষ্ঠানিক চুক্তির আগে কোনো কিছুই নিশ্চিত নয়! কিন্তু নেইমার ও আল হিলালের ক্ষেত্রে চিরায়ত এই বাণী যেন খাটছে না! কারণ, ঐকমত্যে পৌঁছালেও আল হিলালের সঙ্গে নেইমারের আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি। কিন্তু চুক্তি না হলেও নেইমার এরই মধ্যে নিজেকে আল হিলালের একজন হিসেবেই নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন! ফ্রান্সের প্যারিসে বসেই তিনি আল হিলালের জার্সি পরেছেন। সেই জার্সি গায়ে একাধিক ছবিও তুলেছেন ব্রাজিল তারকা। বিশ্ব গণমাধ্যমে একটিতে ছবিতে দেখা যাচ্ছে, আল হিলালের জার্সি গায়ে নেইমার হাতের দুই আঙুল তুলে ভিক্টোরি চিহ্ন প্রদর্শন করছেন!

নেইমারের এই ভিক্টোরি প্রদর্শনের বিশেষ তাত্পর্য রয়েছে। পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল আরো দুই বছর। কিন্তু সপ্তাহ দেড়েক আগে পিএসজির কর্তাদের সঙ্গে বৈঠকের পর নতুন কোচ লুইস এনরিকে নেইমার ও দলের আরো পাঁচ জন ফুটবলারকে ডেকে জানিয়ে দেন, তারা পিএসজির ভবিষ্যত্ পরিকল্পনায় নেই। সুতরাং তারা যেন নতুন ক্লাব খুঁজে নেয়। ইউরোপিয়ান দলবদলের প্রায় শেষ দিকে এসে এমন বার্তার পর নেইমারসহ ঐ পাঁচ ফুটবলার চাপেই পড়ে গিয়েছিলেন। তাই দ্রুতই নতুন ঠিকানা খুঁজে নিতে পেরে নেইমার হয়তো খুব খুশি।  গণমাধ্যমের দাবি, এই সপ্তাহেই আনুষ্ঠানিক চুক্তি এবং প্যারিস ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাতে যাচ্ছেন নেইমার। আল হিলাল এরই মধ্যে এ মৌসুমে ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে কালিদু কুলিবালি, রুবেন নেভেস, ম্যালকম, সের্গেই মিলিনকোভিচ-সাভিচদের মতো তারকাদের দলে ভিড়িয়েছেন। এবার দলে ভেড়াচ্ছে নেইমারকে। নেইমারের সঙ্গে চুক্তির পর আল হিলাল ঝাঁপিয়ে পড়বে ইংলিশ ক্লাব ফুলহ্যামের সার্বিয়ান ফরোয়ার্ড আলেকসান্দ্রার মিত্রোভিচকেও কেনার জন্য!

 

চুক্তিতে যেসব শর্ত থাকছে

এমনিতে ক্লাব এবং খেলোয়াড়ের পক্ষ থেকে দলবদল চুক্তির যাবতীয় বিষয় গোপন রাখারই চেষ্টা করা হয়। বিশেষ করে চুক্তি মূল্য, খেলোয়াড়ের পারিশ্রমিকসহ আর্থিক বিষয়গুলো গোপন রাখা হয়। তারপরও ক্লাব ও খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা চুক্তির খুঁটিনাটি বের করে আনার চেষ্টা করেন। নেইমার এবং আল হিলালের সম্ভাব্য চুক্তির ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে নেইমারের এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। কিন্তু চুক্তিতে কী থাকছে, তার সবকিছুই গণমাধ্যমসূত্রে প্রকাশিত।

নেইমার ও আল হিলালের চুক্তিতে যেসব শর্ত থাকছে—

১.             মূল চুক্তিটা হবে দুই বছরের। সঙ্গে আরো এক বছরের অপশন রাখা হবে। দুই পক্ষ সম্মত হলেই কেবল বাড়তি ঐ বছরের জন্য চুক্তি নবায়ন করা হবে।

২.             সৌদি ক্লাবটিতে নেইমার দুই বছরে ১৮ কোটি ইউরো পারিশ্রমিক পাবেন বলেই জানা গিয়েছিল। মানে বছরে ৯ কোটি ইউরো। তবে ফুটমেরকানো নামের একটি অনলাইন পোর্টালের দাবি, দুই বছরে নেইমার মোট পারিশ্রমিক পাবেন ৩২ কোটি ইউরো, বছরে ১৬ কোটি ইউরো। নেইমারের ট্রান্সফার চুক্তি হিসেবে পিএসজি পাবে রেকর্ড ১০ কোটি ইউরো। ফরাসি ক্লাবটি এর আগে কখনোই নিজেদের কোনো খেলোয়াড়কে এত বেশি দামে বিক্রি করেনি।

৩.             বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর জন্য ব্যক্তিগত বিমান পেতে যাচ্ছেন নেইমার।

৪.             বিয়ে না করেও বান্ধবী ব্রুনো বিয়ানকার্দিকে সঙ্গে নিয়ে একই ছাদের নিচে বসবাস করতে পারবেন সৌদি আরবে।

৫.             আল হিলালের হয়ে প্রতিটি ম্যাচ জেতার পর ৮০ হাজার ইউরো করে বোনাস পাবেন নেইমার

৬.             সৌদি আরবের প্রচারণার বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিটি পোস্টের জন্য পাবেন বাড়তি ৫ লাখ ইউরো করে।

                যার অর্থ, আল হিলালে যোগ দিয়ে টাকায় লালে লাল হতে যাচ্ছেন ব্রাজিল তারকা!


ICC World Cup 2019 Live Streaming


Link 01       Link 02       Link 03       Link 04

ICC world cup 2019 Match Fixture & Schedule


MatchNo. Date (2019) Time (BST) Teams Stadium Stage

1.
May 30 3:30 PM England vs South Africa The Oval, London Group
2. May 31 3:30 PM Pakistan vs Windies Trent Bridge, Nottingham Group
3. June 1 3:30 PM New Zealand vs Sri Lanka Sophia Gardens, Cardiff Group
4. June 1 6:30 PM Afghanistan vs Australia County Ground, Bristol Group
5. June 2 3:30 PM Bangladesh vs South Africa The Oval, London Group

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে অধিনায়ক রোহিত

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে অধিনায়ক রোহিত
আসন্ন এশিয়া কাপে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। তার পরিবর্তে দলটির নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার সহকারি হিসেবে থাকছেন শিখর ধাওয়ান।  

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৫ অক্টোবর

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৫ অক্টোবর
গত মাসে বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহার মৃত্যুর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিষয়ক আলোচনা কিছুটা স্থবির হয়ে পড়েছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক এই চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা জানাতেই বিরতি দিয়েছিল বিসিবি। 

এশিয়া কাপ দিয়ে ফিরছেন মালিঙ্গা

এশিয়া কাপ দিয়ে ফিরছেন মালিঙ্গা
আসন্ন এশিয়া কাপ দিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরেছেন মালিঙ্গা। ৩৫ বছর বয়সী মালিঙ্গা সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

Brazil vs Argentina Next Match Schedule As per Bangladesh Time - BST

Most of the Bangladesh football fans are searching about on which time Brazil vs Argentina Foot Ball Match Schedule As Per Bangladesh Time, starting in Bangladesh and Which TV channels the live coverage of the match in Bangladesh country.

Next Match Is 
Recent Posts Widget