ডেভিড ওয়ার্নারের সঙ্গে চোখাচোখি হল বিরাট কোহালির। কিন্তু সদ্য সমাপ্ত টেস্ট
সিরিজের মতো হা রে রে করে তেড়ে গেলেন না। বরং হাত বাড়িয়ে দিলেন। ঠাট্টা-ইয়ার্কি
শুরু হয়ে গেল। সেখানে হাজির আরও ছয় দলের অধিনায়ক। তার মধ্যে কলকাতা নাইট
রাইডার্সের গৌতম গম্ভীর যেমন আছেন, তেমনই আছেন সুরেশ রায়না। এবং, কী আশ্চর্য, বিরাটের চরম শত্রু অস্ট্রেলীয় স্টিভ স্মিথও আছেন। কিন্তু
স্লেজিংয়ের কোনও চিহ্ন নেই।
ব্যাটসম্যানদের হেলমেটে ক্যামেরা বসতে পারে এই আইপিএলে!
গত বার দেখা
গিয়েছিল আম্পায়ারদের টুপিতে। এ বারে তার ডেবিউ হতে চলেছে ব্যাটসম্যানদের হেলমেটেও।
সূত্রের খবর, এ বারের আইপিএলেই ব্যাটসম্যানদের হেলমেটে বসতে পারে
ক্যামেরা।
কাউন্টি প্রস্তুতি ছেড়ে আইপিএলে ইশান্ত
কাউন্টি ক্রিকেটের
প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আইপিএল নিলামে কোনও দল না পেয়ে আর কীই বা করবেন? কোনও কাউন্টির সঙ্গে চুক্তির কথা ভাবছিলেন
ইশান্ত শর্মা। দিন দুয়েক আগে একটা ফোন পান বেশ অপ্রত্যাশিত ভাবেই। ফোনের ও পারে
বীরেন্দ্র সহবাগ, যিনি এখন কিংগস ইলেভেন পঞ্জাবের চিফ অব
ক্রিকেট অপারেশনস। তিনি যখন ফোনে বললেন, ‘‘চলে আয় আমাদের দলে’’,
তখন যেন হাতে চাঁদ পেলেন এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র
পেসার।
পেরেরার হাফ সেঞ্চুরিতে প্রথম টি-২০তে লঙ্কানদের জয়
কুশাল পেরেরার হাফসেঞ্চুরির কল্যাণে
প্রথম টি-২০ ম্যাচে ৬ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশের
ছুড়ে দেয়া ১৫৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ২ ওভার ১ বল হাতে রেখেই
লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।
টি২০ থেকে অবসর নিল মাশরাফি
আন্তর্জাতিক
টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি
বিন মুর্তজা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস
দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
Subscribe to:
Posts (Atom)