সুয়ারেজ সম্পর্কে মুখ খুললেন বার্সা প্রেসিডেন্ট

বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ বার্তামেউ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারকা এই স্ট্রাইকার ক্যাম্প ন্যু ছেড়ে কোথাও যাচ্ছেন না। সম্প্রতি লুইস সুয়ারেজ সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড।
 
উরুগুয়ের এই তারকাকে দলে নিতে হোসে মরিনহো ১৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত ব্যয় করতে রাজি আছেন বলে ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়েছে। লা লিগায় গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়া সুয়ারেজকে নিয়ে একটু বাড়তি আগ্রহই যেন দেখাচ্ছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্পন্সর হুয়াওয়ে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ানসকে স্পন্সর করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সাথে নিজেদের সম্পর্ককে আরও জোরালো করলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে।
 
স্পন্সরশিপ ছাড়াও গ্রাহকদের কাছে এ টুর্নামেন্টকে আরও চমকপ্রদ করে তুলতে মাঠের বাইরেও প্রচারণা চালাবে প্রতিষ্ঠানটি। কুমিল্লা ভিক্টোরিয়ানসদের খেলার দিন ভক্তদের নির্দিষ্ট কিছু স্মার্টফোন ক্রয়ে বিনামূল্যে দলটির জার্সি দিবে হুয়াওয়ে। দেশজুড়ে হুয়াওয়ের ব্র্যান্ড স্টোর থেকে যেকোনো গ্রাহক হুয়াওয়ের নির্দিষ্ট ডিভাইস কিনলেই বিনামূল্যে এ জার্সি পাবেন।

আমরা বিশ্বসেরা দলকে হারিয়েছি : গার্দিওলা

বার্সেলোনাকে হারানোর পর বিশ্বসেরাকে হারিয়েছেন বলে মন্তব্য করলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। মঙ্গলবার নিজেদের মাঠে বার্সেলোনাকে ৩-১ গোলে হারায় ম্যান সিটি।
 
জয়ের পর গার্দিওলা বলেন, তার দল বিশ্বসেরাদের হারিয়েছে। গত মাসে ক্যাম্প ন্যুতে গিয়ে ৪-০ গোলে হেরে যায় ম্যান সিটি। নিজেদের মাঠে সেই হারেরই বদলা নিলো সিটিজেনরা।
 
মঙ্গলবার ইত্তিহাদ স্টেডিয়ামে এগিয়ে থেকেও হারে বার্সা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলের সাবেক কোচ পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলে হারের স্বাদ নিতে হয় কাতালানদের।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার অবসর

অবসরের ঘোষণা দিলেন বিশ^কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা। জার্মানির হয়ে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে ৭১ গোল করা করেছেন এই ফুটবলার।
 
এই মুহূর্তে তার আগ্রহ রয়েছে জাতীয় দলের কোচের পদে যুক্ত হতে। দুই বছর আগে ব্রাজিল বিশ^কাপের সেমিফাইনালে স্বাগতিকদের ৭-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচটিতে ক্লোজা ক্যারিয়ারের ১৬তম বিশ^কাপ গোল করেন। এর ফলে তিনি ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডোর রেকর্ড ছাড়িয়ে যান। ঐ আসরে জার্মান বিশ^কাপ জয় করে।

ম্যানসিটির কাছে বার্সার হার

এগিয়ে থেকেও হারলো বার্সা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলের সাবেক কোচ পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলে হারের স্বাদ নিতে হলো কাতালানদের।
 
আর নিজেদের মাঠে পিছিয়ে থেকেও ৩-১ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানসিটি। এই গার্দিওলার অধীনেই অ্যাওয়ে ম্যাচে বার্সার মাঠ থেকে বাজে হারের অভিজ্ঞতা নিয়ে এসেছিল ম্যানসিটি।  হেরেছিল ৪-০ গোলের বড় ব্যবধানে। 
 
তবে নিজেদের মাঠ পেয়েই যেন জ্বলে উঠলো সিটিজেনরা। ফলে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বেশ ভালোভাবেই।
Recent Posts Widget