ইউরোপসেরার মুকুট কার মাথায় "রিয়াল না জুভেন্টাস"



ফুটবল রোমান্টিকদের জন্য এ তো স্বপ্নের রাত। চ্যাম্পিয়ন্স লীগের নক্ষত্রখচিত মেগা ফাইনালে আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।

কার্ডিফের বিখ্যাত মিলেনিয়াম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের সঙ্গে সবচেয়ে জমাট রক্ষণভাগের ধুন্ধুমার লড়াই। যে লড়াই শেষে স্বপ্নের রাতটা কোনো এক পক্ষের জন্য হয়ে থাকবে দুঃস্বপ্নের আখ্যান!

তামিমের ক্যাচ নিয়ে নিশ্চিত বাংলাদেশ

তাৎক্ষণিকভাবেই বাংলাদেশ দলের খেলোয়াড়দের, বিশেষ করে তামিম ইকবালের প্রতিক্রিয়া দেখে বোঝা গিয়েছিলো, তারা এই সিদ্ধান্ত মানতে পারছেন না। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও পরিষ্কার করে বলে গেলেন, তারা মনে করেন, মরগ্যানের ক্যাচটি ঠিকমতোই ধরেছিলেন তামিম। তামিম এ ব্যাপারে আরও পরিষ্কার করেই মনোভাব জানিয়েছেন, ‘আমরা এখনও ক্যাচটির ভিডিও দেখিনি। তবে আমি এখনো নিশ্চিত, ক্যাচটি ঠিক ছিল। মাঠের আম্পায়ার সফট সিগন্যাল নট আউট দেওয়ার কারণেই হয়ত শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত টিকে গেছে। ফিল্ডার হিসেবে আমার মনে হয়েছে, আমি ঠিকঠাক নিয়েছিলাম।’

রিয়ালের সামনে ইতিহাসের হাতছানি

এ যেন আরেক ক্লাসিকো। তবে তা স্পেনের নয়, ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগে। মহাদেশীয় এই প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের পর রিয়াল-জুভেন্টাসের লড়াই হলো দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েলসের মিলেনিয়াম স্টেডিয়ামে আজ শনিবার রাতে দল দুটির এ লড়াই হবে ১৯তম। রিয়াল-বায়ার্নই কেবল এর চাইতে বেশি ২৪বার মুখোমুখি হয়েছে।
Recent Posts Widget