আজ সাকিব-শিশিরের বিবাহবার্ষিকী। ক্রিকেটার সাকিবের হৃদয় হরণ করেছিলেন একজন। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী উম্মে আহম্মেদ শিশির। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দুজনের পরিচয়।
পরিচয় থেকে লাজুক সাকিব কীভাবে যেন প্রেমে পড়ে যান শিশিরের। এরপর ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে। আজ তাদের চতুর্থ বিবাহ বার্ষিকী। এমন দিনে সাকিবকে মিস করছেন শিশির।
গতবছর বিশ্বের আকর্ষণীয় ক্রিকেটার দম্পতির তালিকায় দ্বিতীয়










