শরীর কিছুটা বাঁকিয়ে দুই হাত দিয়ে বিদ্যুৎ চমকানোর মতো ভঙ্গি! দেখলেই নিশ্চিতভাবে মনে পড়ে যাবে উসাইন বোল্টের কথা। জ্যামাইকান অ্যাথলেটের ট্রেডমার্ক হয়ে গেছে বিজয় উদযাপনের এই ভঙ্গি। এবারের রিও অলিম্পিকেও বোল্টকে সেই চিরচেনা ভঙ্গিতে দেখা গেছে বেশ কয়েকবার। বোল্টের এই ভঙ্গি দেখা গেছে ফুটবল মাঠেও। জার্মানির বিপক্ষে ফাইনালে ফ্রি-কিক থেকে গোল করার পর বোল্টের মতো করেই উদযাপনে মেতেছিলেন ব্রাজিলের অধিনায়ক নেইমার।
অলিম্পিক ফুটবলে প্রথম সোনা ব্রাজিলের
অবশেষে
পারলো
নেইমারের ব্রাজিল। পেনাল্টি শ্যুট
আউটে
জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে
প্রথমবারের মত
অলিম্পিক ফুটবলে
স্বর্ণ
জিতলো
৫
বারের
বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুর্দান্ত এক
ফ্রিকিকের পর,
পেনাল্টি থেকেও
জয়সূচক
গোল
করেন
খোদ
অধিনায়ক নেইমার। ব্রাজিলের বিখ্যাত স্টেডিয়াম মারাকানায় এই
জয়
দিয়ে
দক্ষিণ
আমেরিকার প্রথম
অলিম্পিকটি স্মরণীয় করে
রাখলো
ব্রাজিল ফুটবল
দল।
স্বাগতিক ব্রাজিল, প্রতিপক্ষ জার্মানি। স্তাদিও মিনেরিওর সেই
স্মৃতি
ব্রাজিলিয়ান মাত্রই
মনে
পড়তে
বাধ্য।
সেই
ব্রাজিল আর
এই
ব্রাজিলে, সেই
জার্মানি আর
এই
জার্মানিতে আকাশ
পাতাল
পার্থক্য। সেসব
ছাপিয়ে
সবচেয়ে
বড়
পার্থক্যের নামটা
নেইমার।
Subscribe to:
Posts (Atom)