নতুন পরিবেশ, অভিজ্ঞতা নাকি শক্তিশালী প্রতিপক্ষ; কি কারণে জ্বলছে না
বাংলাদেশ দলের মিস্টার কুল ম্যান খ্যাত মাহমুদুল্লাহর ব্যট। খেয়াল করে
দেখুন গেল, বাংলাদেশ প্রিমিয়ার লীগে বেশ দারুণই ছিল মাহমুল্লাহর ব্যাট।
বিপিএলে প্রথম বারের মতো অংশ নেওয়া খুলনা টাইটান্সকে একাই টেনে তুলে তিনি।
কখনো ব্যাট হাতে আবার কখনো বল হাতে বার বারই নিজের শ্রেষ্ঠত্বে প্রমাণ দিয়েছেন ওয়ান ম্যান আর্মি খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।
টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেট দলে ৩ বাংলাদেশি
চলতি বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি দল
ঘোষণা করেছে টাইমস অব ইন্ডিয়া। ঘোষিত একাদশে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন
মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন। আর ১২ তম খেলোয়াড় হিসেবে জায়গা করে
নিয়েছেন সাকিব আল হাসান।
আশা জাগিয়েও শেষ রক্ষা হলো না: ৬৭ রানে হার বাংলাদেশের
নিউজিল্যান্ডের দেয়া টার্গেট ছিল ২৫২ রান। শুরুর দিকে বাংলাদেশের
ব্যাটিংঅর্ডার আশাও জাগিয়েছিল। ১৬ রানে তামিমের ফেরার পর কিছুটা ধাক্কা
খেলেও জেতার সম্ভাবনা জাগিয়ে তোলেন সাব্বির-ইমরুল, ১০৫ রানে ছিল মাত্র ১
উইকেট। কিন্তু তাদের পরে আর কেউ দাড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৬৭ রানে
হারতে হলো বাংলাদেশকে।
Subscribe to:
Posts (Atom)