অনুশীলনে ফিরেছেন ইনিয়েস্তা

হাঁটুর ইনজুরিতে পড়ে এক মাসের বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। শুক্রবার দলের হয়ে অনুশীলন করেন তিনি। 
 
অনুশীলনে ফিরেই আগামী মাসেই স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন এই তারকা ফুটবলার। গত ২২ অক্টোবর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে সময় লিগামেন্টে চোট পান ৩২ বছর বয়সী ইনিয়েস্তা। ওই ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে কাতালানরা।

কুমিল্লাকে ৩২ রানে হারালো ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে  ৮ উইকেট হারিয়ে কুমিল্লার ইনিংস থামে ১৩৮ রানে থামে কুমিল্লার ইনিংস।
 
এদিন অধিনায়ক সাকিব আল হাসানের অপরাজিত ৪১ ও কুমার সাঙ্গাকারা ৩৩ রানের উপর ভর করে ১৭০ রান করে ঢাকা। এছাড়া টুর্নামেন্টে দারুণ খেলতে থাকা মেহেদী মারুফ ওপেনিংয়ে নেমে করেন ২২ রান। জয়াবর্ধনের ৩১ ও মোসাদ্দেকের হোসেনের ২৫ রানের কারণে বড় সংগ্রহ পায় ঢাকা।

ডেভিস কাপের ফাইনাল দেখতে স্টেডিয়ামে ম্যারাডোনা

ডেভিস কাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ দেখতে শুক্রবার জাগ্রেবে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। ম্যাচে ম্যারাডোনা তার স্বদেশী হুয়ান মার্টিন ডেল পোত্রোকে সমর্থন করতেই উপস্থিত ছিলেন। 
 
ম্যাচটিতে ডেল পোত্রো কঠিন লড়াইয়ে পরে ৩৭ বছর বয়সী ইভো কারলোভিচকে হারিয়ে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফিরিয়েছেন।

ইউনাইটেড থেকেই অবসরে যেতে চান রুনি

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার কেভিন ডেভিস বিশ্বাস করেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই ওয়েইন রুনি তার ক্যারিয়ার শেষ করবেন। তবে তিনি শঙ্কিত,পরিস্থিতি হয়তোবা সবসময় রুনির পক্ষে থাকবে না। 

বাংলাদেশ টি-২০ টুর্নামেন্ট খেলবে সহযোগী দেশগুলোর সঙ্গে

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি সহযোগী দেশগুলোকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে এমনটি জানিয়েছে ক্রিকেটের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো যেখানে আমন্ত্রণ জানানো হতে পারে টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ জিম্বাবুয়েকেও আইসিসি যদি বিশ্বকাপে অনুমোদন দেয় তবে বাছাইপর্ব হতে পারে ২০১৭ সালের শেষ অথবা ২০১৮ সালের শুরুর দিকে

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অবশ্য এখনও ২০১৮ টি-২০ বিশ্বকাপকে অনুমোদন দেয়নি তবে এক সূত্র জানায়, এই টুর্নামেন্টের ফলে বিশ্বকাপ আয়োজনে সবুজ সংকেত পাওয়া যাবে তবে ২০১৭ সালের প্রথম দিকের এই আসরটি বিশ্বকাপের বাছাইপর্বের অর্ন্তভূক্ত হবে না আগামী বছরের ছয় থেকে ২০ জানুয়ারিতে দুবাইয়ের একাডেমিতে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

নিমন্ত্রণ কার্ডে ভুল বানানে মোদীর নাম লিখলেন যুবরাজ

নোট বাতিল ইস্যুতে এখন ভারতীয় সংসদ উত্তাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দায় সরব প্রায় সব বিরোধী দল। বিরোধীদের হই-হট্টগোলে প্রায় প্রতিদিনই সংসদের অধিবেশন মুলতবি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে তার বিয়েতে নিমন্ত্রণ করতে সংসদ ভবন গিয়েছিলেন ক্রিকেটার যুবরাজ সিং। প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করতে গিয়ে একটা সাংঘাতিক ভুল করে বসলেন যুবি। বিয়ের নিমন্ত্রণ কার্ডে প্রধানমন্ত্রী মোদীর নামটাই ভুল লিখলেন তিনি!
 
মোদীকে যে কার্ড যুবরাজ দিয়েছেন, তাতে ভারতীয় প্রধানমন্ত্রীর নাম লেখা রয়েছে ‘নরেন্দর মোদী’, যা আসলে হওয়ার কথা নরেন্দ্র মোদী’।

১০ বছরের কারাদণ্ড হতে পারে ইতো’র

ট্যাক্স ফাঁকি মামলায় ১০ বছরের কারাদণ্ড হতে পারে ক্যামেরুনের তারকা ফুটবলার স্যামুয়েল ইতোর। নিজের পূর্ণ আয় বিবরণী প্রকাশে ব্যর্থ হওয়ায় এই শাস্তির মুখে পড়তে হতে পারে আফ্রিকার চারবারের বর্ষসেরা ফুটবলার।
 
বার্সেলোনার সাবেক এই তারকা বর্তমানে তুরস্কের ক্লাব আনতালিস্পোরের হয়ে খেলছেন। বার্সেলোনার হয়ে খেলার সময় তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ স্প্যানিশ আইনজীবীর।

ফুটবলকে বিদায় জানালেন জেরার্ড

১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। ইংল্যান্ডের হয়ে ১১৪ ম্যাচ খেলা জেরার্ড তিনটি বৈশ্বিক টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন।
 
অবসর নিয়ে জেরার্ড বলেন, ‘দারুণ একটি ক্যারিয়ার কাটাতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। লিভারপুর, ইংল্যান্ড ও লস এঞ্জেলেস গ্যালাক্সিতে দারুণ কিছু সময়ের জন্য সবাইকে ধন্যবাদ।’

নেইমারের দুই বছরের কারাদণ্ডের সুপারিশ স্প্যানিশ আইনজীবীর

বিগত বছরগুলোতে বার্সেলোনায় দারুণ সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। কিন্তু নেইমারের স্বত্ত্ব পাওয়া ডিআইএস এর করা মামলায় একটু ঝক্কি পোহাতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের।
 
বার্সেলোনা আসার আগে ব্রাজিলে নেইমারের ৪০ শতাংশ স্বত্ব্ এই প্রতিষ্ঠানের ছিলো। কিন্তু বার্সেলোনায় পাড়ি জমানোর পর এই পরিমান কমে গেছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।

কোচ জিদানেই বেশি মুগ্ধতা রোনালদোর

খেলোয়াড় জিদানের চেয়ে কোচ জিদানেরই নিজে বড় ভক্ত বলে জানালেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
 
গত সপ্তাহে এক সাক্ষাতকারে জিদানের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন রোনালদো। তিনি বলেন, ‘জিদানের সঙ্গ আমার সম্পর্কটা দারুণ। তিনি খেলোয়াড় থাকার সময় থেকেই আমি তার ভক্ত। আর কোচ হওয়ার পর তো আরো বেশি। তিনি একজন দারুণ মানুষ। কোচ হিসেবে নিজেকে অনেক উপরে নিয়ে যাবেন তিনি।’
Recent Posts Widget