বিপিএলে সর্বনিম্ন রানে অলআউট খুলনা টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে খুলনা টাইটান্স। ১০.৪ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে তারা তুলতে করেছে মাত্র ৪৪ রান। 
 
টস জিতে রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। 
 
ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি খুলনা টাইটান্সের ব্যাটসম্যানরা। ব্যাট হাতে শুভাগত হোম ছাড়া কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। শূন্য রানে আউট হয়েছেন খুলনার নিকোলাস পুরান (০), অলক কাপালি (০), জুনায়েদ খান (০) ও মোহাম্মদ আসগর (০)।

তিন সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড

বাংলাদেশ সফরে দুই টেস্টে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই, অথচ ভারতে দুই দিনেই তিন সেঞ্চুরি করেছে ইংলিশ ব্যাটসম্যানরা। জো রুট-মঈন আলী-বেন স্টোকস। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন রুটের সেঞ্চুরিতে ৫৩৭ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। 
 
রুট ১২৪, মঈন ১১৭ ও স্টোকস ১২৮ রান করেন। দিন শেষে বিনা উইকেটে ৬৩ রান তুলেছে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিন শেষে এখনো তারা পিছিয়ে আছে ৪৭৪ রানে।
Recent Posts Widget