ধোনি এখনও সেরা ব্যাটসম্যান: গাঙ্গুলী

ভারতের ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনো দলের সেরা ব্যাটসম্যান বলে মনে করেন দেশটির সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলী।
 
আমেরিকার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের শেষ বলে ধোনি আউট হয়ে গেলে ক্যারাবীয়দের কাছে মাত্র ১ রানে হারে ভারত। ফলে গুঞ্জন উঠে, ক্যারিয়ারের শেষ প্রান্তে ধোনি। কিন্তু এমন গুঞ্জনের সাথে দ্বিমত পোষণ করেছেন গাঙ্গুলী, 'ভারতীয় দলে সেরা ব্যাটসম্যানদের একজন ধোনি। সে এখনও ম্যাচ জয়ের ক্ষমতা রাখে।'

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক সামারাবিরা; সহকারী কোচ হ্যালসেল

আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে শ্রীলংকার থিলান সামারাবিরাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া দলের সহকারী কোচ নিয়োগ পেয়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল।
 
শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সামারাবিরা ও হ্যালসেলের নিয়োগের বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
 
তিনি বলেন, ‘শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে সামারাবিরাকে নিয়োগ দেয়া হবে। সামারাবিরাকে পর্যবেক্ষণ করা হবে। পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া হ্যালসেলকে সহকারী কোচ করা হয়েছে।’
 
১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে শ্রীলংকার হয়ে ৮১টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলেন সামাবিরা। টেস্টে ৫৪৬২ ও ওয়ানডেতে ৮৬২ রান করেন ৩৯ বছর বয়সী সামারাবিরা।
 
ই্ত্তেফাক

আগুয়েরোর বিরুদ্ধে তিন ম্যাচের নিষেধাজ্ঞা

ম্যাচে ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার উইনস্টন রিডকে কনুই দিয়ে আঘাত করার অপরাধে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। শুক্রবার সন্ধ্যায় আগুয়েরোকে নিষিদ্ধ করে এফএ বিবৃতি দেয়।
 
আগামী শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। কিন্তু সেখানে থাকছেন না এই তারকা ফুটবলার। লিগে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে এবং লিগ কাপে সোয়ানসি সিটির বিপক্ষেও খেলা হবে না তার।0

এবার চোটের কারণে ছিটকে গেলেন মেসি

লিওনেল মেসিকে ঘিরে থাকা শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। চোটের কারণে ছিটকে পড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।  বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে থাকছেন না তিনি।
 
শুক্রবার অনুশীলন শেষে বাউসা বলেন, “সে (মেসি) খেলতে পারবে না। (তাকে নিয়ে) আমরা কোনোরকম ঝুঁকি নিতে পারি না। অবশ্যই তার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।”
 
উরুগুয়ের বিপক্ষে কুঁচকির সমস্যা নিয়ে মাঠে নামেন মেসি। ব্যথা নিয়েই পুরো ম্যাচে দুর্দান্ত খেলেন, জয়সূচক একমাত্র গোলটিও করেন অবসর ভেঙে ফেরা বার্সেলোনা তারকা।
 
কিন্তু ম্যাচ শেষে নিজেই প্রচণ্ড ব্যথার কথা জানান। অবস্থা গুরুতর হলেও চোটকে জয় করে ভেনেজুয়েলার মাঠে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে হতে যাওয়া ম্যাচে খেলার ইচ্ছা প্রকাশ করেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে ১৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্জেন্টিনা।
 
কোনোরকম ঝুঁকি এড়াতে মেসিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ এদগার্দো বাউসা। 
 

নিক নাইটের বিশ্ব একাদশে মুস্তাফিজ

অভিষেকের পর থেকেই একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বের সব ব্যাটসম্যানই তার বল খেলে থাকেন অতি সাবধানেই। কাটারমাস্টার তাই ডাক পান বিশ্বের জনপ্রিয় সব লিগে।
 
এবার সাবেক ইংলিশ ক্রিকেটার নিক নাইটের গড়া বিশ্ব একাদশে জায়গা করে নিলেন বাংলাদেশের এই বিস্ময় বালক।  দুই সাবেক ইংলিশ ক্রিকেটার ও বর্তমান ধারভাষ্যকার নিক নাইট ও নাসের হুসাইন নিজেরদের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে প্রথম চার ম্যাচ দাপটের সাথে জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। এখন পঞ্চম ও শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে মুখিয়ে আছে ইংলিশরা।
 
আর পাকিস্তানের লক্ষ্য হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে সিরিজের শেষ ম্যাচে জয়। তাই হোয়াইটওয়াশের কথা মাথায় রেখেই সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। কার্ডিফে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।
Recent Posts Widget