দেখুন বাংলাদেশ পরুষ ও মহিলা ক্রিকেট টিম এর মদ্দকার প্রতিজুগিতা
নিউজিল্যান্ডের লজ্জাজনক হার
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লজ্জ্বাজনকভাবে হারলো নিউজিল্যান্ড। শনিবার বিশাখাপত্তমে ভারতের দেয়া ২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস।
ভারতের হয়ে বোলিং তাণ্ডব চালান অমিত মিশ্র। ৬ ওভারে ১৮ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ২ উইকেট নেন পাটেল।
নিউজিল্যান্ডের হয়ে ২৭ রান করেন কেন উইলিয়ামসন। এছাড়া লাথাম ও টেলর করেছেন ১৯ রান। এছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেন নি। শূন্য রানে আউট হন পাঁচ কিউই ব্যাটসম্যান।
জার্সিতে মায়ের নাম নিয়ে আজ মাঠে ধোনিরা
খেলছেন মহেন্দ্র
সিং ধোনি। কিন্তু গায়ের জার্সির পেছনে নাম ‘দেবাকি’। একই ভাবে বিরাট কোহলির জার্সির
পেছনে লেখা ‘সরোজ’। ব্যাপার কী? বিশাখাপটনমে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ
ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটারদের সবার জার্সিতে কোনো না কোনোর নারীর নাম!
নিউজিল্যান্ডকে ২৭০ রানের টার্গেট দিয়েছে ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ২৬৯ রান করেছে ভারত। শনিবার টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৭০ ও বিরাট কোহলির ৬৫ রানের উপর ভর করে নিউজিল্যান্ডকে ২৭০ রানের টার্গেট দেয় ভারত।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৫ ম্যাচের সিরিজে ২-২ এ সমতায় রয়েছে দুই দল। নিউজিল্যান্ডের সামনে রয়েছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে হারের বদলা নেওয়ার সূযোগ। আর মহেন্দ্র সিং ধোনির দলের সামনে আরও একটা সিরিজ জেতার সূযোগ।
দ্বিতীয় দিন শেষে ১২৮ রানে এগিয়ে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষে ১২৮ রানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। ইমরুল কায়েস ৮১ বলে ৮টি চারে ৫৯ রানে অপরাজিত রয়েছেন। ব্যাট করতে নেমে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নেন ওপেনার ইমরুল কায়েস। তার ফিফটির উপর ভর করেই বাংলাদেশ ২ উইকেটে ১৪৩ রান করেছে।
ইমরুল কায়েস ৫১ আর মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯ রানে ব্যাট করছেন। ৭০ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান।
Subscribe to:
Posts (Atom)
ICC Champions Trophy Schedule And...
NTV Bangla Live TV, Click here to get...
Are you searching for the...
মুসলিম রাষ্ট্র হিসেবে সৌদি আরবে বিয়ে না...
Link 01 ...
MatchNo. Date (2019) Time...
আসন্ন এশিয়া কাপে দল থেকে বিশ্রাম...
গত মাসে বিসিবি পরিচালক আফজালুর...
আসন্ন এশিয়া কাপ দিয়ে শ্রীলঙ্কা জাতীয়...
Most of the Bangladesh football...