শততম টেস্টে টাইগারদের ঐতিহাসিক জয়

শততম ওয়ানডের পর শততম টেস্টটা জয় দিয়ে স্মরণীয় করে রাখল বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কাকে উইকেট হারালো টাইগাররা।
 
চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার ১৯১ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। জয়সূচক রানটি আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। তার সঙ্গে ২২ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ইতিহাসের চতুর্থ দল হিসেবে শততম টেস্ট জিতল বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজেও সমতায় শেষ করল মুশফিকুর রহিমের দল।

স্বপ্নময় জয়ের অপেক্ষা

আজ রাতে কী আর চোখ বুজে আসবে! এই রাত ঘুমানোর জন্য নয়। এই রাত কেবলই অপেক্ষার এক রাত। বাংলাদেশের আরেকটা সোনালী জয়ের জন্য অপেক্ষার রাত।

এমন অপেক্ষার রাত এর আগে আসেনি, তা নয়। মুলতান, ফতুল্লায় এমন অপেক্ষার পর স্বপ্নভঙ্গের কথাও মনে আছে বাংলাদেশের। তবে এই দলটা তো একটু অন্যরকম। এই বাংলাদেশ দল আর পেছন থেকে লড়াই করছে না। এই দলের বিপক্ষেই বরং ম্যাচ বাঁচাতে, লজ্জা বাঁচাতে লড়াই করছে এখন শ্রীলঙ্কা!

পূজারার সেঞ্চুরিতে ব্যাট হাতে জবাব দিচ্ছে ভারত

চেতেশ্বর পূজারার অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৬০ রান করেছে ভারত। ৪ উইকেট হাতে নিয়ে এখনো ৯১ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এর আগে প্রথম ইনিংসে ৪৫১ রান করে সফরকারী অস্ট্রেলিয়া। 
 
১ উইকেটে ১২০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিলো ভারত। লোকেশ রাহুল ৬৭ রানে থামলেও, মুরালি বিজয় ৪২ ও পূজারা ১০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তৃতীয় দিনের শুরু থেকে ব্যাট হাতে নিজেদের সেরাটাই দিচ্ছিলেন বিজয় ও পূজারা। এতে ভালোভাবেই এগিয়ে চলছিলো ভারতের রানের চাকা। 
Recent Posts Widget