খুব করে
ইতিহাস গড়ার অপেক্ষায় ছিল ভারতের মিতালি রাজ, হারমনপ্রীত কাউররা; কিন্তু
ফাইনালে ইংল্যান্ডের দেয়া ২২৯ রানের লক্ষ্য পার হতে পারেনি ভারত। থেমে গেলো
২১৯ রানে। ফলে ৯ রানের ব্যবধানে ভারতকে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা
জিতে নিল ইংল্যান্ড।
অনেকে
২০১১ বিশ্বকাপের চেয়ে এবারের নারী বিশ্বকাপটাকেই বেশি গুরুত্ববহ হিসেবে
আখ্যা দিতে শুরু করেছিলেন। সেমিফাইনালে হারমনপ্রীত কাউরের অবিশ্বাস্য ১৭১
রানের ইনিংসই সবচেয়ে বেশি স্বপ্ন দেখায় ভারতকে।