শিরোপা জয়ের স্বাদ নিল ইংলিশ নারীরা

খুব করে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিল ভারতের মিতালি রাজ, হারমনপ্রীত কাউররা; কিন্তু ফাইনালে ইংল্যান্ডের দেয়া ২২৯ রানের লক্ষ্য পার হতে পারেনি ভারত। থেমে গেলো ২১৯ রানে। ফলে ৯ রানের ব্যবধানে ভারতকে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা জিতে নিল ইংল্যান্ড।
 
অনেকে ২০১১ বিশ্বকাপের চেয়ে এবারের নারী বিশ্বকাপটাকেই বেশি গুরুত্ববহ হিসেবে আখ্যা দিতে শুরু করেছিলেন। সেমিফাইনালে হারমনপ্রীত কাউরের অবিশ্বাস্য ১৭১ রানের ইনিংসই সবচেয়ে বেশি স্বপ্ন দেখায় ভারতকে।

নেইমারের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো বার্সেলোনা

ব্রাজিলিয়ান তারকা নেইমারের দুই গোলে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-১ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। বেশ কিছুদিন ধরেই দলবদলের বাজারে নেইমারকে নিয়ে জোড় গুজব চলছে। 
 
গণমাধ্যমের দাবি ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড মূল্যে নেইমার বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট-জার্মেইতে যোগ দিতে যাচ্ছেন। যত আলোচনাই-সমালোচনাই হোক না কেন নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমার এখনও মুখ খুলেননি। বরং ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান আরেকবার নিজের পেশাদারিত্বের দারুণ এক পরিচয় দিয়ে জুভেন্টাসের বিপক্ষে দলকে স্বস্তিদায়ক জয় উপহার দিয়েছেন। 

আরো ২/৩ বছর রিয়ালে থাকবেন রোনালদো: জিদান

আরো দুই থেকে তিন বছর রিয়াল মাদ্রিদেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন নিশ্চয়তা দিয়েছেন খোদ ক্লাবটির কোচ জিনেদিন জিদান। এর ফলে বার্নাব্যু সুপারস্টারের ক্লাব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাবার গুজব কিছুটা হলেও বন্ধ হবে বলেই সংশ্লিষ্টদের মত। 
 
সান্তা ক্লারায় ইউনাইটেডের বিপক্ষে রিয়ালের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচকে সামনে রেখে লস এঞ্জেলসে জিদান ৩২ বছর বয়সী এই পর্তুগিজ সম্পর্কে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। যদিও রোনালদো বর্তমানে ছুটিতে আছেন। জিদান বলেন, ‘ক্রিস্টিয়ানোকে নিয়ে চারিদিকে অনেক কথা হচ্ছে। তাদের সবাই বলছে রোনালদো যেতে চায়। কিন্তু শুধুমাত্র আমি একটি বিষয় বিশ্বাস করি, যখনই আমি তার সাথে কথা বলেছি তখনই আমি তাকে বেশ স্বস্তিতে দেখেছি। ছুটি শেষে আগামী ৫ আগস্ট সে দলে যোগ দিবে। আমিও সব কথাই শুনেছি, কিন্তু সে সমস্ত বিষয় আমি মোটেই আমলে নিচ্ছিনা, আমার শুধুমাত্র একটাই চিন্তা রিয়াল মাদ্রিদের হয়ে সে কি করে বা করবে। আমি বিশ্বাস করি আগামী ২ থেকে ৩ বছর রোনালদো আমাদের সাথেই থাকবে। 

কার্যকারিতা ফেরানোর চেষ্টায় মুস্তাফিজ

কাঁধের অস্ত্রোপচারের পর গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। তারপর ১৩ ওয়ানডেতে ১৮ উইকেট, দুই টেস্টে আট উইকেট, চার টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার। যদিও ম্যাচগুলো বিদেশের মাটিতে খেলেছেন তিনি। সর্বশেষ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে সাত উইকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে এক উইকেট নিয়েছেন এ তরুণ। 

এ্যাশেজে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া : মিচেল জনসন

অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন বলেছেন, নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এ্যাশেজ সিরিজে স্পস্টভাবেই এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বাজে পারফরমেন্সে তাদের ছন্দহীনতাকে আসন্ন এ্যাশেজে অস্ট্রেলিয়ার ভালভাবে কাজে লাগানো উচিত। 
 
নটিংহামের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ সিরিজে সমতা ফিরিয়ে আনে সফরকারী দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে নিজেদের ১০ টেস্টের মধ্যে সাতটিতে পরাজিত হয় জো রুটের দলটি।
Recent Posts Widget