পাকিস্তানে যাবেন রোনল্ডিনহো

ব্রাজিলের সাবেক ফুটবলার রোনাল্ডিনহো ভারতে ঘুরে গেছেন দুইবার। ফুটবলে অংশগ্রহণও করেছেন তিনি। এবার পাকিস্তানে পাড়ি দিতে চলেছেন বার্সেলোনার সাবেক ফুটবলার রোনাল্ডিনহো।  
 
পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রাজিলীয় ফুটবলারের সেদেশে আসা প্রায় নিশ্চিত। রোনাল্ডিনহোর পক্ষ থেকে নাকি নিশ্চয়তাও পাওয়া গেছে। পাকিস্তানে উঠতি ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্যেই তাকে আনা হচ্ছে। পাশাপাশি রোনাল্ডিনহোর নাকি একটি ম্যাচ খেলারও কথা রয়েছে।

মেসিকে ছাড়া আর্জেন্টিনা একেবারেই ‘সাদামাটা’

ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদের মত লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা একেবারেই ‘সাদামাটা’ একটি দল বলে মনে করেন হুয়ান রোম্যান রিকুয়েলমে। 
 
এই মুহুর্তে বিশ্বকাপের বাছাই পর্বে ধুকতে থাকা এডগার্ডো বাউজার আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত বছাইপর্বের ১২ ম্যাচের মধ্যে মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাত্র ৫টি ম্যাচে অংশ নিয়েছেন।

বার্সা-পিএসজি ম্যাচ বাতিলে ২ লাখ ফুটবল ভক্তের পিটিশন

অতিমানবীয় ফুটবল খেলায় প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৬-১ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। বিশেষত ম্যাচের শেষ ৮ মিনিট ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ যেখানে ৩টি গুরুত্বপূর্ণ গোল পায় বার্সেলোনা। কিন্তু অনেক ফুটবল ভক্তের মতে ম্যাচটিতে বার্সেলোনা জয় পেয়েছে রেফারির কারসাজিতে। আর সে কারণেই ম্যাচটি আবারো হওয়ার জন্য পিটিশনে স্বাক্ষর করে চলেছে তারা।
 
অবশ্য গোল ডটকম জানিয়েছে, এই পিটিশনে সবচাইতে বেশি স্বাক্ষর জমা পড়ছে রিয়াল সমর্থকদের। পিটিশনে স্বাক্ষরের পাশাপাশি তারা বিভিন্ন মন্তব্যও করছে। সেখানে তাদের অনেকেই জানিয়েছে, পিএসজি'র সঙ্গে অনিয়ম করা হয়েছে।

ব্যক্তিগত এজেন্ডা নয়, ক্রিকেটই এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত: স্যামি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দুইবারের টি২০ বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি আশাবাদ ব্যক্ত করে বলেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে প্রায় সময়ই যে ধরনের বিতর্কের সৃষ্টি হয় তা সমাধানযোগ্য, এমন কোন বড় সমস্যা এখানে কখনই হয়নি। এছাড়া ছোট ফর্মেটে এখনও তিনি খেলতে আগ্রহী বলেই জানিয়েছেন। 
 
এক বছর আগে ওয়েস্ট ইন্ডিজের স্মরণীয় টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকে ৩৩ বছর বয়সী স্যামি কোন ম্যাচ খেলেননি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিয়ে বিরুপ মন্তব্য করায় তাকে দল থেকে বাদ দেয়া হয়। একইসাথে তার বর্ণাঢ্য অধিনায়কত্বেরও অবসান হয়। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ ৪৭টি ম্যাচে ২৭টিতে জয়ী হয়। ৩০টিরও বেশী টি২০ ম্যাচে তিনি ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়েছেন যা যেকোন দলের জন্য সর্বোচ্চ। 

এফএ কাপে ম্যানইউকে হারিয়ে সেমিতে চেলসি

এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেলসিকে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়েছে ১০ সদস্যের ম্যানইউকে হারাতে।
 
এন'গোলো কান্তের একমাত্র গোলে জয় পায় চেলসি। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে গোলটি করেন তিনি।

শততম টেস্টে বাংলাদেশ টিম পাচ্ছে বিশেষ ব্লেজার

শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ১৫ মার্চ শুরু হবে বাংলাদেশের ঐতিহাসিক টেস্টটি। ঐ টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ উপহার পাচ্ছেন মুশফিকরা। দলের খেলোয়াড়দের দেওয়া হবে ১০০তম টেস্ট লেখা নীল রঙের বিশেষ ব্লেজার। 
Recent Posts Widget