আসন্ন এশিয়া কাপে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। তার পরিবর্তে দলটির নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার সহকারি হিসেবে থাকছেন শিখর ধাওয়ান।
পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে কোহলিরা এখন ইংল্যান্ডে অবস্থান করছেন। আগামী ১১ সেপ্টেম্বর সেই সিরিজ শেষ হবে। এর চারদিন পর ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট। যা শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
এশিয়া কাপ শেষ হওয়ার পর ৪ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত। তাই ঠাসা এই সূচিতে কোহলিকে বিশ্রাম দেয়া হয়েছে।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনিষ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, অক্ষয় প্যাটেল, শারদুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডে, জাসপ্রিত বুমরা।
ইত্তেফাক/কেআই
greatetest player of india up board 10th result 2019
ReplyDelete