বিশ্বকাপের সমর্থনে কাতারে গণবিস্ফোরণ

কাতারের দোহায় নির্মাণাধীন খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২০২২ বিশ্বকাপ ফুটবল আয়োজনের অনুমোদন পাওয়ার পর কাতারে বসবাসকারী জনসংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আমিরাতে বসবাসকারীর সংখ্যা প্রায় ৪০শতাংশ বেড়েছে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
 
দেশটির উন্নয়ন পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রণালয়ের (এমডিপিএস) প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, কাতারে জনসংখ্যা এখন রেকর্ড পরিমাণ ২.৬৭ মিলিয়নে উন্নীত হয়েছে। ২০১০ সালের ডিসেম্বরে কাতারকে যখন বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ টুর্নামেন্টের আয়োজক নির্বাচিত করা হয়েছিল তখন সেখানকার জনসংখ্যা ছিল ১.৬৩ মিলিয়ন বলে জানায় এমডিপিএস। সেই তুলনায় বর্তমান সংখ্যার হিসেবে জনসংখ্যা বেড়েছে ৩৯ শতাংশ।

অবসর নিয়ে মুখ খুললেন শচিন

২০১৩ সালের নভেম্বরে অবসর নেন শচিন টেন্ডুলকর। দীর্ঘদিন পর শুক্রবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন শচিন। 
 
জানা যায়, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ প্রতিযোগিতা চলাকালীন প্রথম অবসর নেয়ার কথা ভাবেন শচিন টেন্ডুলকর। তার মনে হয়, থামার সময় এসেছে। এর এক মাস পরেই অবসরের কথা ঘোষণা করেন এই কিংবদন্তী ক্রিকেটার। এতো দিন শুক্রবার  লিঙ্কডইনে নিজের অবসরের ভাবনার বিষয়টি খোলসা করেছেন শচিন। 

আর্সেনাল মোকাবেলার চাপে লিভারপুল কোচ

জার্গেন ক্লপের লিভারপুল প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার মোকাবেলা করবে আর্সেনালের। চলতি মৌসুমে অবশ্য আর্সেনালের বিপক্ষে দারুণ এক সফলতা রয়েছে লিভারপুলের।
 
তবে গত সোমবার লিস্টার সিটির কাছে ৩-১ গোলে হেরে যাওয়া রেডসরা কিছুটা হলেও মানসিক চাপে থাকবে। লীগে শীর্ষস্থানীয় ক্লাবের বিপক্ষে এখন সেটি থেকে উত্তরণের দায় তাদেরই।
 
গত নভেম্বরে দাপটের সঙ্গে লীগ মিশনে নামা লিভারপুল এখন ক্রমশ দুর্বল হয়ে আসছে। শনিবার অনুষ্ঠেয় আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড যদি বার্নমাউথের বিরুদ্ধে জয়লাভ করে তাহলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে আসা লিভারপুল আর্সেনালের বিপক্ষে ম্যাচটি শুরু করবে ষষ্ঠ অবস্থানে থেকে।
Recent Posts Widget