বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-২০
সিরিজের জন্য সম্ভাব্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচকরা। সেখানে
কুশাল মেন্ডিসকে সম্ভাব্য দলে রাখা হয়নি। তার বদলে স্থান করে নিয়েছেন লাসিথ
মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজ সেরা
মনোনীত হয়েছিলেন মেন্ডিস। ঐ সিরিজেই তার ব্যাট থেকে এসেছে প্রথম ওয়ানডে
সেঞ্চুরি। কিন্তু তারপরও টি-২০ ফরম্যাটে যুক্ত করা হয়নি তাকে।
রাসেলের অভাব সহজে মেটানো যাবে না: গম্ভীর
আন্দ্রে রাসেলের অভাব পূরণ করতে ইংরেজ
অলরাউন্ডার আন্দ্রে ওকসকে নেওয়া হলেও কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর চান, কোনও একজন
নয়, পুরো দলই
ক্যারিবিয়ান অলরাউন্ডারের অভাব পূরণ করুক।
গত
মরসুমে নাইটদের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠা রাসেল এ বার আইপিএল থেকে ছিটকে গিয়েছেন
আইসিসি-র নির্বাসনে। ডোপিং সংক্রান্ত নিয়ম না মানায় রাসেলকে এই শাস্তি ভোগ করতে
হচ্ছে। যা কেকেআরের কাছে একটা বড় ধাক্কা। কিন্তু গম্ভীর এই ঘটনাকে ইতিবাচক
দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। রবিবার সংবাদ সংস্থার প্রশ্নে তিনি এই ব্যাপারে বেশ
দার্শনিক উত্তর দিলেন। ‘‘জীবনে এই ধরনের পরিস্থিতিকে দু’ভাবে দেখা
যায়। হয় রাসেলের অনুপস্থিতিকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, না হলে
ভাবতে হবে, আমাদের কাছে এটা একটা বড় সুযোগ। আমার কাছে, আমাদের দলের
কাছে’’, বলেন গম্ভীর।
তাঁর এই উত্তরের ব্যাখ্যা দিয়ে গম্ভীর বলেন, ‘‘মণীশ
পান্ডের ব্যাটিং ও অঙ্কিত রাজপুতের বোলিং রাসেলের অভাব পূরণ করতে পারে। শুধু ওকস
কেন, গোটা দল
রাসেলের অভাব পূরণ করতে পারে। কোনও অলরাউন্ডারকেই যে এই দায়িত্ব নিতে হবে, তার কোনও
মানে নেই। অন্য কোনও জুটিও সেটা করতে পারে।’’ ইডেন উইকেটের বদলে যাওয়া চরিত্রের কথা মেনে
নিয়েই গম্ভীর বলেন, ‘‘আগে এখানকার উইকেট স্পিনারদের সাহায্য করত। এখন
ইডেনের উইকেটে ভাল গতি আর বাউন্স আছে। এই অবস্থায় আমাদের ব্যাটসম্যানদের সেরা
ফর্মে থাকা চাই। এখানে বিপক্ষের পেসারদের সামলানো মোটেই সোজা হবে না। আমাদের সে
জন্য তৈরি থাকতে হবে।’’
দশম আইপিএলে আট দলের হয়ে কারা হতে পারেন গেমচেঞ্জার
এ বি ডি অব ক্রিকেট: ক্রিকেটে এমন অলরাউন্ড
ব্যাটসম্যান আর দেখা যায়নি। যেমন টেস্ট ক্রিকেটে জেতাতে পারেন তেমন ড্রয়ের খেলা
খেলতে পারেন। তেমনই বিধ্বংসী হতে পারেন ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে। রয়্যাল
চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গত বার বিরাট কোহালির দুরন্ত মরসুমের মধ্যেও
উজ্জ্বল ছিলেন এ বি। ১৬ ম্যাচে করেছিলেন ৬৮৭ রান। স্ট্রাইক রেট ছিল ১৬৮.৭৯। ব্যাট
হাতে তিনি খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনও সময়। রকমারি সব স্ট্রোক আছে। সুইপ, রিভার্স সুইপের সঙ্গে ধ্রুপদী শটও মারতে পারেন।

ইনজুরির কারন এ শুরুর আগেই বিবর্ণ আইপিএল
আইপিএল শুরু হতে সপ্তাহ খানেকও বাকি নেই। তবে এরই মধ্যে শীর্ষ তারকাদের হারিয়ে বসেছে টুর্নামেন্টটি। মুস্তাফিজুর রহমান, রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেল, ট্রেন্ট বোল্টের মতো তারকারা ছিটকে পড়েছেন। বিরাট কোহলি, ড্যারেন ব্রাভোদের মতো ব্যাটসম্যানরা ভুগছেন ইনজুরিতে। খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। এর আগে মিচেল স্টার্ক, মিচেল মার্শ ও জেপি ডুমিনিও ছিটকে পড়েছেন এবারের আসর থেকে। এর আগে টানা ক্রিকেটের মধ্যে থাকায় আইপিএলের প্রথম দু-তিন সপ্তাহ বিশ্রামে থাকবেন উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা।
পাকিস্তানে দল পাঠাচ্ছে বিসিবি!
২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে গিয়ে কোনো সিরিজ খেলেনি বাংলাদেশ। গত কয়েকদিন ধরে আলোচনা শোনা যাচ্ছে, জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানে গিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিসিবিকে প্রস্তাব দেয় পিসিবি। বিসিবি নাকি এই প্রস্তাব নাকোচও করে দিয়েছে।
এখন শোনা যাচ্ছে অন্য খবর, জাতীয় দলকে না পাঠালেও বিকল্প কিছু ভাবছে বিসিবি। পাকিস্তানে সফরে যাচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স দল।
পিসিবি সভাপতি শাহরিয়ার খান এ কথা বলেছেন।
শুরু থেকেই ঝড় তুলতে চান ক্রিস গেইল
আশাহত হচ্ছেন না গেইল। বলেছেন, ‘দলের অবস্থা ভালো নয়। তাই বলে হতাশ হচ্ছি না। ধাপে ধাপে এগোতে হবে।
এটা অনেকটা ম্যারাথনের মতো।’ গত বছর ফাইনালে হারতে হয়েছিল ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে। বুধবার গতবারের চ্যাম্পিয়ন সেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দশম আইপিএল অভিযান শুরু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের। ক্রিস গেইল জানালেন, ওই ম্যাচেই নিজের দক্ষতা ছাপিয়ে যেতে মরিয়া তিনি।
গেইল বলেন, ‘ভালো খেলেও চ্যাম্পিয়ন না হওয়ার যন্ত্রণা রয়ে গেছে। তাই এবার প্রথম ম্যাচে সানরাইজার্সকে হারিয়েই আমরা শুরু করতে চাই।’ তিনি যোগ করেন, ‘ব্যক্তিগত স্তরে এটা বলতে পারি, বুধবারের ম্যাচের জন্য আমি মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছি। নিজস্ব দক্ষতা এবং ক্ষমতা অতিক্রম করাই প্রধান লক্ষ্য। আমার ধারণা, ভক্তরা আমার কাছ থেকে যে ক্রিকেট চেয়ে থাকেন, সেটা প্রথম ম্যাচ থেকেই তাদের উপহার দিতে পারব।’ চোটের কারণে নেই অধিনায়ক বিরাট কোহলি। প্রশ্নচিহ্ন রয়েছে লোকেশ রাহুলের ফেরা নিয়ে।
পিঠের চোটে কাবু এবি ডি ভিলিয়ার্সও।
টুর্নামেন্টের প্রথম বলের আগেই গতবারের রানার্স দলের ড্রেসিংরুমের ছবি মোটেও সুখকর নয়। তবে গেইল আশাহত হচ্ছেন না। ইংল্যান্ডের পেসার টাইমাল মিল?স
সম্পর্কে ভূয়সী প্রশংসা করে গেইল বলেছেন, ‘আমার ধারণা, এবার আইপিএলে সেরা আকর্ষণ হতে চলেছে মিলস।
ওর গতি সামলানো কঠিন হবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।’ ওয়েবসাইট।
Subscribe to:
Posts (Atom)
ICC Champions Trophy Schedule And...
NTV Bangla Live TV, Click here to get...
Are you searching for the...
মুসলিম রাষ্ট্র হিসেবে সৌদি আরবে বিয়ে না...
Link 01 ...
MatchNo. Date (2019) Time...
আসন্ন এশিয়া কাপে দল থেকে বিশ্রাম...
গত মাসে বিসিবি পরিচালক আফজালুর...
আসন্ন এশিয়া কাপ দিয়ে শ্রীলঙ্কা জাতীয়...
Most of the Bangladesh football...