একুশ ফিরে এলো আবার। আরেক ফাল্গুনে। কৃষ্ণচূড়া, চন্দ্রমল্লিকা ফোটার দিনে।
একুশ ফিরে আসে বারবার। সাহস ও শক্তির বারতা নিয়ে। মায়ের মুখের ভাষায় কথা
বলার অধিকার আদায়ের গরিমা নিয়ে। একুশে ফেব্রুয়ারির ব্যাপ্তি এখন আরও বিশাল।
একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যারা বাংলা ভাষা প্রতিষ্ঠায় জীবন
বিসর্জন দিয়েছেন, মাতৃভাষার প্রতি তাদের মাতৃত্ববোধের নজির বিরল। তারা চির
অমর। অক্ষয় তাদের আত্মত্যাগের স্মৃতি।
বাঙালির মাতৃভাষা রক্ষায় আত্মত্যাগের সেই গৌরবোজ্জ্বল দিন ছিল কাল। এমন
দিনে কোনো বাঙালিই অপ্রকাশ্য রাখতে পারে না নিজের আবেগ- ক্রিকেটাররাও
পারেননি। এ দিন গোটা জাতি বিনম্র