রোনালদো-মোরাতার নৈপুণ্যে রিয়ালের জয়

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ মাঠে নামার প্রায় নয় ঘন্টা আগে খেলতে নেমেছিল বার্সেলোনা।শিরোপার লড়াইয়ে থাকা বার্সা ড্রয়ে পয়েন্ট হারানোয় নিজেদের ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ পেয়ে যায় লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে সেই সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো, আলভারো মোরাতা ও কোভাসিচের গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে জিনেদিন জিদানের দলটি।


জিদানের অধীনে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া রিয়াল সম্প্রতি হঠাৎই ছন্দ হারিয়ে ফেলে। দুই সপ্তাহ আগে লিগে সেভিয়ার কাছে ২-১ গোলের হার দিয়ে ছন্দপতনের শুরু হয় তাদের। তিন দিন পর কোপা ডেল রেতে সেল্টা ভিগোর কাছে হার এবং ফিরতি লেগে ড্র করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে। ফলে আরো একটি ট্রেবল শিরোপা জয়ের সুযোগ হারায় ইউরোপের অন্যতম সফল ক্লাবটি।

৮৫ মিলিয়ন খরচে গ্রিজমানকে চায় ম্যানইউ

স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে চুক্তির মেয়াদটা ২০২১ পর্যন্ত বাড়িয়েছেন আঁতোয়ান গ্রিজমান। তবে ইংলিশ গণমাধ্যম মনে করছে, লা লিগা ছেড়ে গ্রীষ্মের দলবদলে ইংলিশ লিগে পাড়ি দিতে পারেন ফরাসি এ তারকা।দুর্দান্ত ফর্মে থাকা গ্রিজমানকে দলে পেতে ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে প্রস্তুত ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি এ তারকাকে পেতে আগ্রহী রয়েছে উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালও।


গতবার অসাধারণ একটি বছর কাটানোয় সময়ের সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছিল গ্রিজমানের। ক্লাবের সঙ্গে জাতীয় দলের জার্সিতেও চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য ইউরোপের সেরা ক্লাবগুলোর নজর পড়ে তার ওপর।

ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে ভারতের পক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত

ফের কাঠগড়ায় ভারতের পক্ষে সিদ্ধান্ত নেয়া আম্পায়ার। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারের পর আম্পায়ারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত! এ জন্য ব্যবস্থা নিতে যাচ্ছে ইংল্যান্ড। তিনি ইঙ্গিত দিয়েছেন, ম্যাচ রেফারিকে আম্পায়ারিং নিয়ে অভিযোগ জানাবেন।
গতকাল নাগপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ রানে হেরে গিয়েছে ইংল্যান্ড। শেষ ওভারের প্রথম বলে সেট হয়ে যাওয়া জো রুটকে এলবিডব্লু করে দেন যশপ্রীত বুমরাহ। কিন্তু এই আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছে, রুটের ব্যাটের কানায় লেগে বল প্যাডে লাগে। কিন্তু আম্পায়ার শামসুদ্দিন আউট দিয়ে দেন। ম্যাচের ফল নির্ধারণের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বড় ভূমিকা নিয়েছে।

বেটিসের সঙ্গে বার্সার হোঁচট

লা লিগার শিরোপা দৌড়ে হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।  রবিবার রিয়াল বেটিসের মাঠে সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে কাতালানরা। লিওনেল মেসির পাসে লুইস সুয়ারেজ গোলে।১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
 
এ ম্যাচ জিততে পারলে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ ছিলো বার্সার। এদিন প্রথমার্ধ গোলশূন্য ছিলো।  ম্যাচের ৭৫ মিনিটে অতিথিদের জালে বল পাঠান বেটিসের স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্স আলেগ্রিয়া।

বুমরার শেষ ওভার ‘কারিশমায়’ ভারতের জয়

জাসপ্রিত বুমরাহর শেষ ওভার বীরত্বে টি টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে ভারত। রবিবার নাগপুরে ভারতের ছুড়ে দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান করে ইংল্যান্ড।

৫ রানের এই জয়ে সিরিজে সমতায় ফিরল ভারত।

 সিরিজে প্রথম টি-টোয়েন্টিটা ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছিল ভারত। নাগপুরেও ফর্ম খুঁজে পাননি ভারতের বেশির ভাগ ব্যাটসম্যান।  বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিটা ভালো শুরু এনে দিয়েছেন। কিন্তু ১৫ বলে ২১ রান করে কোহলি আউট হওয়ার পরেই ভারতীয় ব্যাটিং লাইনআপে মড়ক লাগে । লোকেশ রাহুলের ৭১ রানে ভর করে ১৪৪ রান করতে পারে ভারত। রাহুল ছাড়া মাত্র দুই ব্যাটসম্যানের দুই অংক পেরুনো রান ছিল ভারতীয় ইনিংসে।

PSL T20 On Live

http://sportsonlive24.blogspot.com/p/ptvsports.html
Recent Posts Widget