আগেই শোনা যাচ্ছিলো ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বাড়তে পারে। এর পক্ষে অবস্থান নিয়েছিলেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার বিশ্বকাপের চূড়ান্ত আসর ৪৮টি দেশ নিয়ে আয়োজনের প্রস্তাব দিলেন তিনি।
প্রস্তাবে
তিনি বলেন,শুরুতে এক ম্যাচের নকআউট রাউন্ডে ১৬টি দল বাদ পড়বে। এরপর ৩২টি
দল নিয়ে বর্তমান ফরম্যাটের মতো গ্রুপ পর্ব শুরু হবে।
নিকট
ভবিষ্যতে ফুটবলকে বিদায় জানানোর কোন ইচ্ছা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৩১
বছর বয়সী রোনালদো বলেছেন, কমপক্ষে আরো ১০ বছর ফুটবল খেলা চালিয়ে যেতে চান
তিনি।
ক্লাব
ফুটবলের অনন্য সব রেকর্ডের মালিক রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে
অবস্থানকালে ২৯১টি ম্যাচ থেকে তিনি গোল করেছেন ১১৮টি। আর রিয়াল মাদ্রিদের
হয়ে পর্তুগালের এই আন্তর্জাতিক তারকা ৩৫৪ টি ম্যাচে অংশ নিয়ে ঈর্ষণীয় সফলতা
অর্জন করেন। গোল করেছেন ৩৬৭টি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের
সর্বোচ্চ গোলদাতা।