নতুন নিয়মে সাব্বিরের জরিমানা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে চলাকালীন ম্যাচ আম্পায়ারদের সাথে অসদাচরণের কারণে জরিমানার কবলে পড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান। ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে সাব্বিরকে। 
 
সেই সাথে আচরণবিধির নতুন নিয়মে দু’টি ‘ডিমেরিট পয়েন্ট’ যোগ হয়েছে সাব্বিরের নামের পাশে।  এক বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলো আফগানিস্তান। এসময় একটি এলবিডব্লু নিয়ে আম্পায়ার শরফুদ্দৌল্লার সাথে অসদাচরন করেন সাব্বির। তা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নজরে পড়ে। অবশ্য ম্যাচ রেফারির কাছে এমন আচরণের কথা অকপটে স্বীকারও করেন সাব্বির। 

বড় দল হয়ে ওঠার প্রমাণ

এটা সত্যি যে, ম্যাচের সার্বিক পারফরম্যান্স নিয়ে সিনিয়ররা অন্তত কেউই খুব সন্তুষ্ট নন। তারা বলছেন, পারফরম্যান্সে একটা জড়তা ছিল। তারপরও এই যে প্রত্যাবর্তন, সেটা খুব ইঙ্গিতবহ
এতকাল মুদ্রার ভিন্ন পিঠটাই দেখে এসেছে বাংলাদেশ।
 
বড় বড় দলের বিপক্ষে জিততে জিততে ম্যাচ হেরে যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে কতবার। কতবার কাছে গিয়ে তরী ডুবেছে তীরে। এই বেশিদিন আগে নয়, ২০১৪ সালেও পাকিস্তানের বিপক্ষে এমন জেতা ম্যাচ হেরেছিলো বাংলাদেশ।

রোনালদোর সামনে রেকর্ডের হাতছানি

ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে বিরল এক রেকর্ডের হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগে আজ মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে হ্যাটট্রিক পেলে তিনিই হবেন ইউরোপিয় পর্যায়ে গোলের সেঞ্চুরিয়ান।  
ইউরোপীয় পর্যায়ে বর্তমানে ৯৭ গোল করে শীর্ষে আছেন তিনি। এ ক্ষেত্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যার গোলসংখ্যা ৮৯টি। সোমবার খেলাটিতে অংশ নিতে তিনি জার্মানিতে পৌছে গেছেন। যদিও সর্বশেষ লা লিগায় সর্বশেষ খেলায় তার নৈপুণ্য ছিল গড়পড়তা। এ কারণে কোচ জিনেদিন জিদানও তাকে শেষ দিকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন। কোচের এ সিদ্ধান্তে তাকে কিছুটা বেজার হতেও দেখা গেছে। অবশ্য পেশাদার ফুটবলে সাফল্যই চূড়ান্ত কথা। সেক্ষেত্রে রোনালদোর জ¦লে ওঠাই সব কিছুর সমাধান।
Recent Posts Widget