তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তাব্যক্তি। তিনিই সর্বেসর্বা! কখনও কখনও প্রধান নির্বাচকও! কলম্বো টেস্ট থেকে মাহমুদউল্লাহকে বাদ দেয়ার ১০ দিন পর নাজমুল হাসান জানালেন, শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজকে নেয়ার পেছনে ছিলেন তিনি। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর মিরাজ ঢাকায় ফিরেছিলেন গত ২০ মার্চ। তিনদিন পর তড়িঘড়ি করে তাকে নেয়া হয় ওয়ানডে দলে, এই প্রথম।
বিসিবি সভাপতি জানান, তিনিই প্রথম মেহেদীকে ওয়ানডে দলে নেয়ার জন্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনকে বলেছিলেন।
নাজমুল হাসান বলেন, ‘প্রথম ওডিআইতে মেহেদীকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেয়া হয় বাংলাদেশ দল মাঠে আসার পর। বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামকে খেলানো যায় কিনা, এ নিয়েও আলোচনা হয়েছে।’
বিসিবি সভাপতি বলেন, ‘আমি মিনহাজুলকে বলি মিরাজকে শ্রীলংকায় পাঠানোর জন্য। তখন জানতে পারি মিরাজ খুলনায়। তাকে বলি দ্রুত ঢাকায় ফেরার জন্য। শ্রীলংকায় যেতে হবে।’
নাজমুল হাসান যোগ করেন, ‘শ্রীলংকা দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান থাকায় আমরা মিরাজকে দলে রাখার সিদ্ধান্ত নিই। মিরাজ টেস্টে ভালো বোলিং করেছে। আর এ
সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রথম ওয়ানডের দিন সকালে আমি যখন দলের সবার সঙ্গে আলোচনায় বসি, তখন মিরাজ নাকি সানজামুল, কাকে খেলানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
সিদ্ধান্ত নেয়া হয় মাঠে আসার পর।’
গত পরশু ডাম্বুলায় প্রথম ওডিআইতে মেহেদী বোলিং উদ্বোধন করেন।
তিনি পুরো ১০ ওভার বোলিং করে দুটি উইকেট নেন ৪৩ রান দিয়ে।