ভারতে প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা

ভারতের একটি প্রীতি ম্যাচ খেলতে পারে স্প্যানিশ ফুটবল বার্সেলোনা। খুব শিগগিরই লিওনেল মেসি, নেইমার, ও সুয়ারেজের আক্রমণ দেখতে পারে ভারতবাসী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু কে দেয়া এক সাক্ষাতকারে একথা নিশ্চিত করেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তাম্যু।
 
তিনি বলেন, আগামী ২-১ বছরের মধ্যেই ভারতে আসার পরিকল্পনা রয়েছে তাদের। ভারতে বেশ কিছু নামী ক্লাব খেলে গেলেও বার্সেলোনার আগমন দেশটির ফুটবল উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মরে করে ভারতের ফুটবলপ্রেমীরা।

এবার সাকিব কন্যার স্যালুট

বেন স্টোকসকে চতুর্থ ইনিংসে সরাসরি বোল্ড করার পরে সাকিব আল হাসান ‘স্যালুট’ করেন স্টোকসকে। এবার ঠিক সাকিবের মতোই স্যালুটের ভঙ্গিতে ছবি কন্যা আলাইনা হাসান অব্রির ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছেন শিশির।
 
রবিবার অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বাংলাদেশে বেশ কয়েকবার শিরোনাম হওয়া বেন স্টোকসকে চতুর্থ ইনিংসে সরাসরি বোল্ড করে ‘স্যালুট’ করে বসেন সাকিব আল হাসান। ম্যাচটি ১০৮ রানে ম্যাচ জেতার পর সাকিবের সেই স্যালুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ফেসবুক, টুইটার সহ সব জায়গায় মানুষ সাকিবের স্যালুটের ভঙ্গিতে ছবি তুলে স্ট্যাটাস/পোস্ট করছেন।

২০২২ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন বেল

অবশেষে চুক্তি নবায়ন করেছেন ওয়েলসের তারকা খেলোয়াড় গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকছে এই খেলোয়াড়ের। এ বছর ব্যালন ডি'অর এর মনোনয়ন তালিকায় থাকা খেলোয়াড় টটেনহ্যাম থেকে ২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ফি'র মাধ্যমে রিয়াল মাদ্রিদে যোগ দেন।
 
রিয়ালের হয়ে ১৩০ তম ম্যাচ খেলেছেন গ্যারেথ বেল। এ সময় ৬২ গোল করেছেন তিনি। শুধু লা লিগায় দলের পক্ষে ৫০টি গোল করেছেন তিনি। বেল যোগ দেয়ার পর দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ও একবার কোপা দেল রে জয় করেছে রিয়াল মাদ্রিদ।

টেস্ট সিরিজের টুকি টাকি

অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মাটিতে ১০০০ রান পূর্ণ করেছেন ইমরুল কায়েস। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগে ঘরের মাঠে ইমরুলের সংগ্রহ ছিল ৯২৩ রান। দুই ইনিংসে ১ ও ৭৮ রান করার মধ্য দিয়ে ১৭ ম্যাচে ১০০২ রান করেন বাংলাদেশ দলের এই ওপেনার। নিজেদের মাঠে ৩০ ম্যাচে ২২০৭ রান করে এ তালিকায় সবার উপরে তামিম ইকবাল। সাকিব আল হাসানের সংগ্রহ ৩২ ম্যাচে ২১৯২। মুশফিকের সংগ্রহ ৩১ ম্যাচে ১৬৪৭ রান। হাবিবুল বাশার ২২ টেস্টে ১৩৮৯ রান করেছেন। ১৪ ম্যাচে  ১২২০ রান করেছেন মুমিনুল। মোহাম্মদ আশরাফুল ২৮ ম্যাচে ১২১৯ রান করেন। ১৮ ম্যাচে ১১৫৫ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
 
ছক্কায় শুরু রাব্বির
Recent Posts Widget