কয়েকদিন
আগে জানা গিয়েছিল পেশোয়ার জালমি ছেড়ে যাচ্ছে পাকিস্তানের ড্যাশিং
ক্রিকেটার শহীদ আফ্রিদি। পিএসএলে দুই বছর পেশোয়ারের সঙ্গে কাটানোর পর
ব্যক্তিগত কারণ দেখিয়ে দলটিকে বিদায় জানান পাকিস্তানের এই তারকা
অলরাউন্ডার। তখনো তার নতুন ঠিকানা কি হবে সেটা জানা না গেলেও খবর বেরিয়েছে যে তিনি যোগ দিচ্ছেন করাচি কিংস দলে।
আর্জেন্টিনার বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী আলভেস
লিয়নেল
মেসিকে ছাড়াও বিশ্বকাপের বাছাইপর্বের বাঁধা পেরিয়ে চির প্রতিদ্বন্দ্বী
আর্জেন্টিনা ঠিকই মূল পর্বে জায়গা করে নিবে বলে বিশ্বাস করেন ব্রাজিলিয়ান
ফুল-ব্যাক ডানি আলভেস।
গত
মাসে চিলির বিপক্ষে রেফারীর সাথে অশোভন আচরণের দায়ে মেসিকে চার ম্যাচ
নিষিদ্ধ করেছে ফিফা। ইতোমধ্যেই বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ী বাছাইপর্বেল
ম্যাচটিতে মেসি অনুপস্থিত ছিলেন। বর্তমানে বাছাইপর্বে পঞ্চম স্থানে রয়েছে
এডগার্ডো বাওজার দল। হাতে থাকা বাকি ম্যাচগুলো থেকে অবশ্যই পয়েন্ট সংগ্রহ
করতে হবে।
পিতা-পুত্রের একই ট্যাটু গ্যালারির পুরো লাইমলাইট কেড়ে নিল
বাপকা বেটা শাহরুখ পুত্র আবরাম খান। পিতা-পুত্রের দারুণ সখ্যতা প্রায় সময় পেজ-থ্রির পাতায় স্থান করে নেয়। এবারো তার ব্যতীক্রম হল না।
শুক্রবার
আইপিএল এর তৃতীয় ম্যাচে কেকেআর ও গুজরাট লায়ন্সের ম্যাচ দেখেতে মাঠে হাজির
হন কেকেআর মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতের পাঞ্জাবে দ্যা রিং
সিনেমার শুটিং করেই তিনি উড়ে চলে আসেন গুজরাটে। সঙ্গে ছিল আদরের ছোট ছেলে
আবরাম।
রেকর্ড জয়ে আইপিএল অভিযান শুরু করল কেকেআর
আইপিএলের
দশম মৌসুমের শুরুতেই বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্সের। চোখ ধাঁধানো
রেকর্ড জয় দিয়ে করল গৌতম গম্ভীরের দল। অথচ শুক্রবার রাজকোটে শুরুটা
একেবারেই ভাল হয়নি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতার
অধিনায়ক। তবে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে নির্দয় প্রহারের শিকার হলেন নাইট
বোলাররা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলল সুরেশ রায়নার দল। পুরনো
দলের বিরুদ্ধে ৪৭ বলে ৫৮ রান করলেন প্রাক্তন নাইট ওপেনার ব্রেন্ডন
ম্যাকালাম। মারলেন ৪টি বাউন্ডারি এবং দু’টি ওভার বাউন্ডারি। কিউয়ি তারকাকে
আটকাতে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছিল কলকাতার বোলারদের।
'কোহলি তিন ফরম্যাটেই বেস্ট; আমি তা পারিনি' --- ভিলিয়ার্স
এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে প্রশ্নটি নিয়ে বিতর্কটা প্রায়ই হয়। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স অথবা জো রুট এই চারজনকে নিয়েই বিতর্ক তোলে ক্রিকেট ভক্ত থেকে বিশেষজ্ঞরা।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু ক্যারিবীয়দের
জেসন
মোহাম্মদ ও এ্যাশলে নার্সের সপ্তম উইকেট জুটিতে ২৭ বলে অবিচ্ছেদ্য ৫০ রানে
ভর করে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৩০৯ রানের বড় টার্গেট তাড়া করে পাকিস্তানের
বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক জয়ের স্বাদ পায় ক্যারিবিয়রা। গায়ানাতে
পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেলো
জেসন হোল্ডারের দল। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথমবার ৩শ রানের বেশি
টার্গেট তাড়া করে ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ।
Subscribe to:
Posts (Atom)