বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসরের তথ্য সঠিক নয়। টি-টোয়েন্টি ফরম্যাট
থেকে অবসরে যেতে চান এমন কিছুই নাকি মাশরাফি বলেননি বিসিবি সভাপতি নাজমুল
হাসান পাপনকে। গতকাল ধানমন্ডিতে নিজের অফিসে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে
বলেছেন, নিউজিল্যান্ডে অবস্থান করা বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন
একটু কানাঘুষা শুনে তাকে এ বিষয়ে জানিয়েছিলেন।
অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছেন ধোনি!
ভারতীয়
ক্রিকেটের সীমিত ওভারের অধিনায়কত্ব নিজের ইচ্ছায় ছাড়েননি মহেন্দ্র সিং
ধোনি। বরং বোর্ডের চাপে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।
এই
অভিযোগ করেছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আদিত্য বর্মা। তার
দাবি, 'বিসিসিআই-এর যুগ্ম সভাপতি অমিতাভ চৌধুরীর চাপেই একদিন ধোনি
টি-টুয়েন্টি ম্যাচ থেকে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। তার ওই সিদ্ধান্ত
স্বতঃস্ফূর্ত ছিল না।'
রোনালদো ‘দ্য বেস্ট’
চির
প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের
আন্তনিও গ্রিজম্যানকে হারিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোই হলেন ফিফার বর্ষসেরা
ফুটবলার। সেরা বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও
হিউস্টন ড্যাশের খেলোয়াড় চার্লি লয়েড।
সোমবার
দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে তাদের ও অন্য বিভাগের জয়ীদের হাতে এই
পুরষ্কার তুলে দেয়া হয়। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার সেরা খুঁজে
নেওয়ার এই পুরস্কারটির নাম দিয়েছে - ‘দ্য বেস্ট’। দুর্দান্ত একটি বছর
কাটানো এই পর্তুগীজ খেলোয়াড় জয়ের পর শুধু বলেন,‘আমি কখনোই ২০১৬ সালকে ভুলবো
না। তিনি এ সাফল্যের জন্য নিজের দলসঙ্গী, পরিবার ও তার নিজস্ব
কর্মীবাহিনীকে ধন্যবাদ জানান।
লাহোরেই হচ্ছে পিএসএল’র ফাইনাল
এবারের মৌসুমের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ফাইনাল ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী
৯ মার্চের ফাইনালে নিরাপত্তা ইস্যুতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে কেউ যদি
পাকিস্তান সফর করতে না চায় তবে আয়োজকদের কাছে বিকল্প চিন্তাও আছে বলে
সূত্রমতে জানা গেছে।
আগামী
ফেব্রুয়ারিতে পিএসএল কে সামনে রেখে আরেকটি ড্রাফট অনুষ্ঠিত হবার কথা
রয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি দুবাইয়ে পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ
ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসর শুরু হবে। ফাইনাল ম্যাচে বিদেশি
খেলোয়াড়রা যদি আদৌ খেলতে রাজী না হয় তবে স্থানীয় ক্রিকেটারদের দিয়ে সেই
স্থান পূরণ করা হবে।
Subscribe to:
Posts (Atom)