মিরপুরের ইনডোরে ঢুকে ছটফট করছিলেন মোহাম্মদ আশরাফুল। যেন তর সইছিল না, কখন নামবেন ব্যাটিং অনুশীলনে। দ্রুতই জুতোর ফিতা বেঁধে হালকা ওয়ার্মআপ, থাই গার্ড পড়ে পায়ে বাঁধলেন প্যাড। মাথা ঢাকলেন হেলমেটে। ব্যাট, হ্যান্ড গ্লাভস হাতে ছুটলেন নেটের দিকে। ফিরে পাওয়া গেল তিন বছর আগের সেই আশরাফুলকে। ইনডোরের বোলিং মেশিনে ব্যাট চালালেন আত্মবিশ্বাস নিয়েই। তার ব্যাটের সুইটপার্টে বলের সংযোগ দেখে অবাক ইনডোর ম্যানেজারসহ ক্রীড়া সাংবাদিকরা। কয়েকটি বল তো নেট দিয়ে ঘেরা বেষ্টনী পেরিয়ে চলে গেলো বাইরে। সোজা বলে মানিয়ে নিয়ে মেশিন অপারেটরের কাছে চাইলেন আউটসুইং। তাতেও থামানো গেল না আশরাফুলকে। ব্যাটকে ফাঁকি দিয়ে কোনো বলই যেতে পারলো না উইকেটের পেছনে। বিসিবি’র অবকাঠামো ব্যবহার করে তিন বছর অনুশীলন করতে পারেননি আশরাফুল। তবে নিজ উদ্যোগে অনুশীলন ঠিকই চালিয়ে গেছেন বাংলাদেশের কনিষ্ঠতম এই টেস্ট সেঞ্চুরিয়ান, ‘শেষ তিন বছর কিন্তু আমি নিজে নিজে অনুশীলন করেছি ওয়াহিদ স্যারের (ওয়াহিদুল হক গনি) কাছে, ইমরান স্যারের (সারোয়ার ইমরান) কাছে। ক্রিকেট বোর্ডের অধীনে মিরপুরে অনুশীলন করতে পারিনি। এখন সে সুযোগ পেয়েছি। সবার সহযোগিতা হয়তো পাবো। কোচিং স্টাফ, ট্রেনারদের সহায়তাও পাবো।’
আবার মুখোমুখি হল জার্মানি ও ব্রাজিল
দুই বছর আগে ব্রাজিলের কেবল স্বপ্নভঙ্গই করেনি জার্মানিকে, শোচনীয়ভাবে
পরাজিত করে ভয়াবহ লজ্জায় ফেলেছিল। সেটা ছিল বিশ্বকাপের সেমিফাইনাল। ৬ষ্টবারের মতো বিশ্বকাপ
জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল ব্রাজিলের।
আবার জার্মানির সামনে পড়েছে ব্রাজিল। এবার অলিম্পিক গেমসের ফাইনাল। পারবে কি ব্রাজিল সেই বদলা নিতে? নাকি আবার গুঁড়িয়ে যাবে? জবাব পাওয়া যাবে আগামী রোববার।
বুধবার ব্রাজিল ৬-০ গোলে পরাজিত করেছে হন্ডুরাসকে। আর বুধবার রাতেই দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে জার্মানি।
হন্ডুরাসকে উড়িয়ে ফাইনালে নেইমারের ব্রাজিল
ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাতে দুই অর্ধে হন্ডুরাসের জালে তিনবার করে বল পাঠায় ব্রাজিল।
৬-০ ব্যবধানের জয়ে ব্রাজিলের পক্ষে দুটি করে গোল করেন নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস। একবার করে লক্ষ্যভেদ করেন মারকুইনিয়োস ও লুয়ান।
Subscribe to:
Posts (Atom)
ICC Champions Trophy Schedule And...
NTV Bangla Live TV, Click here to get...
Are you searching for the...
মুসলিম রাষ্ট্র হিসেবে সৌদি আরবে বিয়ে না...
Link 01 ...
MatchNo. Date (2019) Time...
আসন্ন এশিয়া কাপে দল থেকে বিশ্রাম...
গত মাসে বিসিবি পরিচালক আফজালুর...
আসন্ন এশিয়া কাপ দিয়ে শ্রীলঙ্কা জাতীয়...
Most of the Bangladesh football...