হামলার
শঙ্কা উড়িয়ে দিয়ে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ভালোভাবেই
অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। এই ফাইনালের পর
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আভাস পাওয়া যাচ্ছে। আগ্রহ দেখাচ্ছে
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। চলতি বছরই চারম্যাচ
টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠাবে বিশ্ব ক্রিকেটের
নিয়ন্ত্রক সংস্থাটি।
দুই বন্ধু একসঙ্গে গল টেস্টে
প্রথমবারের
মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তরুণ সেনসেশন একসঙ্গে টেস্ট একাদশে
সুযোগ পেয়েছেন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং স্পিন সেনসেশন মেহেদী
হাসান মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে একসঙ্গে মাঠে নেমেছেন দুইবন্ধু।
এরমধ্য দিয়ে টাইগার ভক্তদের দীর্ঘ দিনের একটি আশা পূর্ণ হল।
পরিসংখ্যানের আলোয় টেস্টে বাংলাদেশ শ্রীলংকা কিছু সমীকরণ
দলীয় সর্বনিন্ম
বাংলাদেশ-৬২, কলম্বো, ২০০৭
শ্রীলংকা-২৯৩, ঢাকা, ২০০৮
সবচেয়ে বেশি রানের ম্যাচ
১৬১৩ রান, গল, ২০১৩
সবচেয়ে কম রানের ম্যাচ
৬৪৪ রান, কলম্বো, ২০০৫
গল টেস্টে বাংলাদেশের অস্ত্র মুস্তাফিজ
শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার শুরু হতে যাওয়া গল
টেস্টে দেড় বছর পর টেস্ট খেলতে নামা মুস্তাফিজুর রহমানকেই তুরুপের তাস
মানছেন অধিনায়ক মুশফিকুর রহিম। অভিষেকেই ওয়ানডে ও টেস্টে ম্যান অব দ্য
ম্যাচ হওয়া এই তরুণ পেস সেনসেশনের বিপক্ষে শ্রীলঙ্কার ১৫ জনের স্কোয়াডের
একমাত্র দিনেশ চান্ডিমাল খেলেছেন।
গত
বছরের এশিয়া কাপের সময় টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজের ৬ বলে ৫ রান
করেছিলেন চান্ডিমাল। ওই ম্যাচে ১ উইকেট নিয়ে ১৯ রান দিয়েছিলেন। এরপর
প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজুরের বলে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মিসবাহ
আগামী
মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্বে থাকছেন
মিসবাহ-উল-হক। যদিও সাবেক খেলোয়াড়দের সমালোচনার মুখে একসময় গুঞ্জন ছিল
মিসবাহর হয়ত ক্যারিয়ার শেষ হতে চলেছে। কিন্তু পাকিস্তানি নির্বাচকরা
আরেকবার এই অভিজ্ঞ খেলোয়াড়ের ওপরই আস্থা রাখার ঘোষণা দিলেন।
অস্ট্রেলিয়া
ও নিউজিল্যান্ডের বিপক্ষে গত দুটি সিরিজে হোয়াইটওয়াশ হবার পরে আগামী মে
মাসে ৪৩ বছরে পা রাখতে যাওয়া মিসবাহ’র ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিল
পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশেষ করে তার অবসর নিয়ে সকলের মধ্যে জোর গুঞ্জন
শুরু হয়। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ
সিরিজে খেলার কথা মিসবাহ নিজেই নিশ্চিত করেছেন। আর সে কারণেই নির্বাচক
কমিটি তাকে অধিনায়ক হিসেবেই দলে রেখেছেন। আগামী ২২ এপ্রিল থেকে বার্বাডোজে
তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে।
আগামি গৃষ্মে ম্যানইউতে যাচ্ছে টনি ক্রুজ
শিরোপা বিহীন মৌসুম শেষ হলে স্প্যানিশ ক্লাব রিয়াল মার্দিদ ছেড়ে আগামি গৃষ্মে ইংলিশ ক্লাব ম্যনচেস্টার ইউনাইটেডে বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ যোগ দিতে পারে বলে ব্রিটিশ গণমাধ্যমে খবর বেরিয়েছে।
দীর্ঘদিন
ধরেই ক্রুজের ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়ার কথা শোনা গিয়েছে। ম্যানইউতে ডেভিড
ময়েস এর সময় বিশ্বকাপজয়ী এই খেলোয়ারের যোগ দেয়ার কথা প্রথমবার শোনা গেলেও
পরবর্তীতে সেই আলোচনা আর আগায় নি। ভেস্তে যায় ট্রান্সফার প্রক্রিয়া।
ক্রুজকে দলে ভেরাতে প্রথম চেষ্টা
ব্যর্থ হওয়া সত্ত্বেও বর্তমান রেড ডেভিল বস হোসে মরিনহোও বেশ আগ্রহী
ক্রুজকে নিয়ে। তিনিও চান ক্রুজ যুক্ত হোক রেড ডেভিলদের সঙ্গে।
Subscribe to:
Posts (Atom)