Overall Test Records since 1947/48
শততম টেস্ট খেলছে আজ বাংলাদেশ
এই
টেস্ট সিরিজ ড্র করার টেস্ট! এই টেস্ট নিজেদের খুঁজে পাওয়ার টেস্ট। তবে
জয়-পরাজয়, সিরিজে ফেরা; সবকিছুকে ছাপিয়ে আজ কলম্বোতে শুরু হতে যাওয়া এই
টেস্টের একটাই পরিচয়—বাংলাদেশের শততম টেস্ট।
২০০০
সালে ঢাকায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছিল এই পথচলা। সে বছরই
কোটি কোটি ক্রিকেটভক্তকে আনন্দে ভাসিয়ে আইসিসি নতুন টেস্ট খেলুড়ে দেশ
হিসেবে নাম ঘোষণা করেছিল বাংলাদেশের। নভেম্বরে ভারতের বিপক্ষে খেলার ভেতর
দিয়ে শুরু হয়েছিল পথচলা।
সালমানকে দলে ফেরাতে পিসিবির সবুজ সংকেত
আন্তর্জাতিক
ক্রিকেট থেকে প্রায় সাত বছরের নির্বাসিত আছেন তিনি। অবশেষে হয়ত নির্বাসিত
জীবনের অবসান হতে যাচ্ছে পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাটের।
ক্রিকেটে ফিরতে পাকিস্তান ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিয়ে রেখেছে তাকে। এখন নির্বাচকেরা চাইলে সাবেক এই অধিনায়ককে দলে ফিরতে পারেন।
এবার স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পাকিস্তানি ক্রিকেটার ইরফান নিষিদ্ধ!
পাকিস্তান
ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ মঙ্গলবার ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে নিষিদ্ধ
করেছে। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লীগে (পিএসএল) স্পট ফিক্সিং
কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এ ফাস্ট বোলারকে ক্রিকেট থেকে সাময়িক
নিষিদ্ধ করা হল।
পিসিবি’র
দেয়া বিবৃতিতে বলা হয়, তদন্ত কাজ আরো এগিয়ে নিতে কর্তৃপক্ষ ইরফানকে একটি
নোটিশ দেয়া হয়েছে এবং পিসিবির দুর্নীতি বিরোধী আচরণ বিধি অনুযায়ী তাকে
সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।
পাঁজরের চোটে ছিটকে গেলেন লিটন দাস
পাঁজরের চোটে শ্রীলঙ্কা সফর শেষ হয়ে
গেছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের। এক ম্যাচ পর আবার উইকেটের পেছনে
দাঁড়াতে হচ্ছে অধিনায়ক মুশফিকুর রহিমকে। দলের ম্যানেজার খালেদ মাহমুদ
জানান, সোমবার নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বাঁ পাঁজরে চোট পেয়েছিলেন
লিটন। মঙ্গলবার স্ক্যান করানোর পর চিড় ধরা পড়ে। বৃস্পতিবারই দেশে ফিরে
যাবেন তিনি।
অনুশীলনের
আগে লিটন দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যম কর্মীদের জানাচ্ছিলেন, শততম
টেস্টের জন্য তারা কতটা উন্মুখ। ম্যাচ স্মরণীয় করে রাখতে নিজেও অবদান রাখতে
চান। নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে পাঁজরে চোট পেয়ে সেই স্বপ্ন ভাঙলো
তার। টেস্ট দলে থাকা লিটন নেই ওয়ানডে দলে। ওই সংস্করণের স্কোয়াডে আছেন আরেক
তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান।
Subscribe to:
Posts (Atom)