চূড়ান্ত
হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড। শনিবার রাজধানীর
হোটেল র্যাডিসনে প্লেয়ার্স বাই চয়েজ ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হয়। সেখানে লটারির
মাধ্যমে ক্রিকেটার বাছাই করে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটার বাছাই প্রক্রিয়ায় এবার প্রথমবারেরমত
উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।
এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা ডায়নামাইটসের হয়ে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। এছাড়া চিটাগং ভাইকিংসের হয়ে তামিম ইকবাল, খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বরিশাল বুলসের হয়ে উপস্থিত ছিলেন মুশফিকুর রহীম।
এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা ডায়নামাইটসের হয়ে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। এছাড়া চিটাগং ভাইকিংসের হয়ে তামিম ইকবাল, খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বরিশাল বুলসের হয়ে উপস্থিত ছিলেন মুশফিকুর রহীম।
এদিন সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয় বিপিএলের প্লেয়ার ড্রাফট। শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতেই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের মধ্যে ভাগ্য পরীক্ষায় খুলনার পরে খেলোয়াড় নেয়ার সুযোগ পায় রাজশাহী। প্রথমে খেলোয়াড় নেবার সুযোগ পেয়ে খুলনা মোশাররফ হোসেন রুবেল ও শফিউল ইসলামকে দলে ভেড়ায়। এরপর নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজকে নিশ্চিত করে নেয় রাজশাহী।
দেখে নেয়া যাক কেমন হলো বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর স্কোয়াড