কলকাতা টেস্ট জিতে র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

কলকাতা টেস্টে সিরিজের চতুর্থ দিনে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানকে সরিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেল ভারত। সোমবার ১৭৮ রানের বিশাল এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলেছে কোহলির দল ।
 
চতুর্থ ইনিংসে ভারতের ছুড়ে দেয়া ৩৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮১.১ বলে ১৯৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা। রবিবার রোহিত শর্মার ৮২ ও হৃদ্ধিমান সাহার টানা দ্বিতীয় অর্ধশত রানের উপর ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৩ রান করেছিল ভারত। 

ম্যানসিটিতে গার্দিওলার প্রথম হার

থামানোই যাচ্ছিল না ম্যানচেস্টার সিটিকে। পেপ গার্দিওলার ছোঁয়ায় অন্য এক দলে পরিণত হয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগে একটা ড্র করলেও প্রিমিয়ার লিগে ছুটছিল তাদের জয়রথ। যদিও হোয়াইট হার্ট লেনে আটকে গেছে দুরন্ত সেই সিটিজেনরা। টটেনহামের বিপক্ষে - গোলে হেরে মাঠ ছাড়ায় ম্যানসিটি যুগে প্রথম হারের মুখটাও দেখে ফেললেন গার্দিওলা।

মাশরাফি ভক্তের কাণ্ডে পাল্টে যেতে পারে স্টেডিয়ামের চেহারা!

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে সহজেই মাঠে প্রবেশ করা যায়! তার বাস্তব প্রমাণ, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে মেহেদী হাসানের মাঠে ঢুকে পড়া! ওই ম্যাচ চলকালীন প্রিয় তারকা মাশরাফি বিন মর্তুজাকে একবার ছুঁয়ে দেয়ার বাসনা পূর্ণ করার চেষ্টাই বোধ হয় করেন পাগলাটে এই ভক্ত।

আবারো ড্র রিয়াল মাদ্রিদের | টানা চতুর্থবারের মত ড্র করল রিয়াল মাদ্রিদ

টানা চতুর্থবারের মত ড্র করল রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের মাঠে 'এইবার' ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করল জিদানের শিষ্যরা।
 
রিয়ালের শেষ জয়টি ছিল স্পানিয়লের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর। এরপর ভিলারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র। এরপর লাসপালমাসের সঙ্গে ২-২ গোলে ড্র। আর সর্বশেষে ব্রুসিয়া ডর্টমুন্ডের মাঠে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে ২-২ গোলের ড্র।

নিজের ও দলের ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বার্সা গোলরক্ষক মার্ক অ্যান্ড্রে টের স্টেগান

নিজের ও দলের ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বার্সা গোলরক্ষক মার্ক অ্যান্ড্রে টের স্টেগান। রিয়ালের ড্রয়ের দিনে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সহজ সুযোগ নষ্ট করে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
Recent Posts Widget