দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা রিয়াদের
বাংলাদেশের
শততম টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার
বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না। সেই মাহমুদউল্লাহ দলে ফিরে দক্ষিণ আফ্রিকায়
প্রথম টেস্টে সেরা পারফরমারদের একজন হলেন। তবে এই পারফরম্যান্সে স্বস্তি
নেই। কারণ, দল যে বাজেভাবে হেরেছে। গতকাল মঙ্গলবার পচেফস্ট্রমে বসে রিয়াদ
বলছিলেন, এখান থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। প্রথম
টেস্টের পারফরম্যান্স ও দ্বিতীয় টেস্টের আশা নিয়ে কথা বলেছেন এই
অলরাউন্ডার—
এতো সমালোচনার কারণ দেখছেন না মাশরাফি
দক্ষিণ
আফ্রিকায় বিপক্ষে অসহায় আত্মসমর্পণের ম্যাচটি দেশে বসেই দেখেছেন বাংলাদেশের
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা| এ নিয়ে অনেকেই দলের ক্রিকেটারদের
সমালোচনায় মুখর। তবে মাশরাফি বিন মুর্তজা বলেন, এতো সমালোচনা করার কোনো
কারণ নেই। টেস্ট খেলোয়াড়রা চেষ্টা করেছেন। একটা টেস্টে পারফরম্যান্স খারাপ
করার পর তাদের বরং সমর্থন প্রয়োজন বলে মনে করছেন এ ফাস্ট বোলার।
Subscribe to:
Posts (Atom)