আশাবাদী মাশরাফি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতবে বাংলাদেশ

বাংলাদেশ দল অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও, শ্রীলঙ্কার তুলনামূলক তরুণ দলটির বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে জয় পাওয়াটা সহজ হবে না। তবুও বাংলাদেশের অধিনায়ক আশাবাদী মাশরাফি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতবে বাংলাদেশ। নানা নাটকীয়তার পর মাহমুদুল্লাহকে ওয়ানডে দলে পাওয়ায় লাভ হয়েছে বলেও মন্তব্য করেন মাশরাফি।
আজ (শনিবার) শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে বসে এসব কথা বলে গিয়েছেন টাইগারদের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিকে শততম টেস্টে বাংলাদেশ দারুণ কিছুই করবে বলেও বিশ্বাস তার। ম্যাশ বলেন, মুস্তাফিজ জ্বলে উঠেছেন আর বাংলাদেশ ম্যাচ হেরেছে এমনটা হয়েছে খুব কমই। মুস্তাফিজ জ্বলে ওঠা মানেই বাংলাদেশের জয়। অস্ত্রোপচারের পর শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়া গেছে শতভাগ ফিটনেস নিয়ে। টেস্ট সিরিজে খুব বেশি উইকেট না তুলতে পারলেও বোলিং করে যাচ্ছেন স্পেলের পর স্পেল। এমন মুস্তাফিজকে দেখে স্বস্তি পাচ্ছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

হাঁটুর ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন কস্তা

বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডব্যাচের বিপক্ষে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডগলাস কস্তা। বাম হাঁটুর ইনজুরির কারনে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের হয়েও মাঠে নামতে পারছেন না এই ব্রাজিলিয়ান।

বাংলাদেশের বিপক্ষে লঙ্কান ওয়ানডে দলে কুশাল ও থিসারা

আগামী ২৫ মার্চ থেকে ডাম্বুলায় বাংলাদেশর বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন কুশাল পেরেরা ও থিসারা পেরেরা।
 
চলতি মাসের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে শ্রীলংকা ‘এ’ দলের জয়ে দারুন পারফর্ম করায় এই দুই পেরেরাকে লংকান দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। সর্বশেষ গত বছর এই দু’জন ৫০ ওভারের ফর্মেটে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। 

India vs Australia Match On Live

http://c247.la/live.php?ch=Cricket_Defualt

শীর্ষস্থান আরও সুসংহত করতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

এক ম্যাচ কম খেলেও স্প্যানিশ ফুটবল লীগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ২৬ খেলায় ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তারা। এবার শীর্ষে থাকার অবস্থাটা আরও সুসংহত করার লক্ষ্য নিয়ে আগামীকাল নিজেদের ২৭তম ম্যাচে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও এর মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়। 
 
২৪তম ম্যাচে লাস পালমাসের সাথে ৩-৩ গোলে ড্র’র পর টানা দুই ম্যাচে জয়ের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। এই দু’জয়ে আবারো চাঙ্গা হয়ে উঠে তারা। রিয়ালের চাঙ্গা ভাবটা দ্বিগুন হয়েছে গেল রোববার। কারন ঐ দিন নিজেদের ২৭তম ম্যাচে ডের্পোতিভো লা করুনার কাছে ২-১ গোলে হারে বার্সেলোনা। লা করুনার বিপক্ষে জিততে পারলে এক ম্যাচ বেশি খেলেও, রিয়ালের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠতে পারতো বার্সা। কিন্তু বার্সার ঐ হারে টেবিলের শীর্ষস্থান রিয়ালের দখলেই থেকে যায়। 

মেসি-রোনাল্ডোর মত সমান অবস্থানে নেইমার : রোনালদিনহো

ব্রাজিলের সুপারস্টার নেইমার ফুটবল ক্লাব বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানোর রোনাল্ডোর অবস্থানেই আছেন বলে মন্তব্য করলেন দেশটির সাবেক তারকা অ্যাটাকিং মিডফিল্ডার রোনালদিনহো। তিনি বলেন, ‘মেসি ও রোনাল্ডোর সাথে সমান অবস্থানে উঠে এসেছে নেইমার। তাদের সাথে এখন নেইমারের তুলনা করা যায়।’ 
 
বিশ্ব মঞ্চের চেয়ে ক্লাব ফুটবলে সেরা দুই তারকা খেলোয়াড় মেসি ও রোনাল্ডো। স্প্যানিশ লীগে খেলেন বলেই, সেখানে তাদের চেয়ে সেরা কেউই নেই। তারপরও কে সেরা, মেসি নাকি রোনাল্ডো? এই নিয়ে তর্ক-বির্তক, আলোচনা-সমালোচনা এখনও বিদ্যমান। 

স্মিথ-ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার

অধিনায়ক স্টিভেন স্মিথের অপরাজিত ১৭৮ ও গ্লেন ম্যাক্সওয়েলের ১০৪ রানের সুবাদে রাচিঁ টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫১ রানের বড় সংগ্রহ দাড় করিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১২০ রান করেছে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে এখনো ৩৩১ রানে পিছিয়ে রয়েছে ভারত। 
 
সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনই স্মিথের অপরাজিত ১১৭ ও ম্যাক্সওয়েলের অপরাজিত ৮২ রানে ৪ উইকেটে ২৯৯ রান তুলেছিলো অস্ট্রেলিয়া। 
Recent Posts Widget