ইউরোপিয়ার সর্বোচ্চ গোল মেসির



ইউরোপিয়ার লিগগুলোর চ্যাম্পিয়নরা ট্রফি হাতে তুলেছে। লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা কারা তাও ঠিক হয়ে গেছে। সবার ওপরে বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসি। ইউরোপিয়ান সেরার পুরস্কার গোল্ডের স্যু-মেসির দখলে যাচ্ছে। ইপিএল ও বুন্দেস লিগায় শেষ মুহুর্তে এসে নির্ধারিত হয়েছে সেরা গোলদাতা।

প্রথমপ্রথম শ্রেনির ক্রিকেট থেকে সাঙ্গাকারার অবসরের ঘোষণা



প্রথম শ্রেনির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। কাউন্টি ক্রিকেটে এই মৌসুম খেলেই অবসর নিবেন সাঙ্গা।

৩৯ বছর বয়সী এই সারে ব্যাটসম্যান ২০১৫ সালে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন। শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন ২০১৪ সালে। গত দুবছর কাউন্টি ক্রিকেট ও ঘরোয়া টি টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন এই বাঁহাতি।

যারা আমার সমালোচনা করেন তারা অজ্ঞ: রোনালদো



নিন্দুক-সমালোচকদের খুব একটা পাত্তা দেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। লা লিগা শিরোপা জিতেই সমালোচকদের একহাত নিয়েছেন। তাকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা একরকম অজ্ঞ বলেছেন রিয়ালের মহাতারকা। অন্যদিকে প্রদিদ্বন্দ্বীতাপূর্ণ লিগ শেষে শিরোপা জয়ের উন্মাদনা অন্যরকম বলেছেন জিনেদিন জিদান।
Recent Posts Widget