Argentina vs Uruguay Football Match Schedule As per Bangladeshi Time

Argentina vs Uruguay Football Match Schedule As per Bangladeshi Time :


Argentina vs Uruguay Football Match Will Be Start 2 nd September 2016 at 10.30 AM in Bangladesh Time. Alos if you want to watch live match …….. click Here

Brazil vs Ecuador Football Match Schedule As per Bangladeshi Time

Brazil vs Ecuador Football Match Schedule As per Bangladeshi Time :


Brazil vs Ecuador Football Match Will Be Start 2nd September 2016 at 8.00 AM in Bangladesh Time. Alos if you want to watch live match …….. click Here

নিয়মিত হওয়ার চেষ্টায় নাসির

একটা সময় জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন নাসির হোসেন। কিন্তু খারাপ ফর্ম এবং প্রতিনিয়ত শক্ত প্রতিদ্বন্দ্বীর আবির্ভাবে এখন অনেকটাই অনিয়মিত ‘ফিনিশার’ খ্যাত এই ক্রিকেটার। জাতীয় দলে নিয়মিত হওয়ার জন্য এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে এই অলরাউন্ডার বলেন, এখন আমি নিজের উন্নতির জন্য অনুশীলন করছি। চেষ্টা করছি জাতীয় দলে ফিরে নিয়মিত হওয়ার জন্য। 
 
ঈদের পর থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু হয়। ক্যাম্প শুরুর কয়েক দিনের মাথায় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেয়া হয়। এক মাসেরও বেশি সময় পর গতকাল আবার ফিটনেস টেস্ট নেয়া হয় টাইগারদের। গতকাল নেয়া টেস্টের ফল আগের চেয়ে ভালো জানিয়ে নাসির হোসেন বলেন, আমার মনে হয় সবার ফিটনেস আগের চেয়ে ভালো হয়েছে। ক্যাম্প শুরুর পর আমি যখন টেস্ট দিয়েছি তখনকার তুলনায় এখন অনেক ভালো। আমর মনে হয় ওভারল সবার ভালো হয়েছে। 

ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ইংল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ করে শ্রীলঙ্কাকে টপকে গেল দলটি। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ঐ রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। এছাড়াও জস বাটলার ইংল্যান্ডের হয়ে দ্রুততম অর্ধশতক করেছেন মাত্র ২২ বল খেলে।
 
অবশ্য ইংল্যান্ড যে এরকম রেকর্ড গড়বে সেটি প্রথম দিকটাতে বোঝা যায়নি। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ১২৩। প্রথম অর্ধশতক করতে হেলস খেলেন ৫৫ বল। এরপরই ঝড় ওঠে হেলসের ব্যাটে। ৮৩ বলে সেঞ্চুরি করেন তিনি। ১২২ বলে ১৭১ করে আউট হন হেলস। ইংল্যান্ডের হয়ে আগের ব্যক্তিগত সর্বোচ্চ রবিন স্মিথের ১৬৭ রানকে ছাড়িয়েছেন তিনি। চারটি ছক্কার পাশে মেরেছেন ২২টি বাউন্ডারি। যেটিও ইংল্যান্ডের রেকর্ড। আগের রেকর্ড ছিল স্ট্রাউসের ১৯ বাউন্ডারি।

ফিটনেস দিয়ে মুগ্ধ করলেন আশরাফুল

মূল মাঠের সাথে তুলনা করলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠটাকে ছোট বলাই উচিত। কিন্তু দৌড় শুরু করলে বোঝা যায়, ছোট মানে একেবারে ‘ছোট্ট’ নয়।
 
সেই মাঠটাই একনাগাড়ে গুনে গুনে আট চক্কর দিতে হয় ফিটনেস পরীক্ষায়। যে পরীক্ষাটা প্রায় সাড়ে তিন বছর পর মঙ্গলবার আবার দিলেন মোহাম্মদ আশরাফুল। এই লম্বা বিরতিতে ফিটনেসে মরিচা ধরে যাওয়ার ভয় ছিল। ভয় ছিল যে, আশরাফুল নিজেকে খুঁজে পাবেন না। কিন্তু পরীক্ষা শেষে খোদ ট্রেনার কোরে বকিং বললেন, চলমান অনেক ক্রিকেটারের চেয়ে ভালো টাইমিংয়ে দৌড় শেষ করেছেন আশরাফুল।
Recent Posts Widget