ফিরে গেলেন মুমিনুলও

ভারতের ৪৫৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে তামিম ও সোম্য সরকারের পর এবার ফিরে গেলেন টেস্ট স্পেশ্যালিস্ট মুমিনুল হক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৭৫ রান করেছে বাংলাদেশ। বর্তমানে ক্রিজে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ (০২) ও সাকিব আল হাসান (০০)।
হায়দ্রাবাদ টেস্টের চতুর্থ দিনে বিরাট কোহলিদের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ষষ্ঠ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত তিন রানে বিরাট কোহলির হাতে ধরা দেন এই টাইগার ড্যাশিং ওপেনার। এরপর দলকে টেনে নেওয়ার দায়িত্ব পড়ে সৌম্য ও মুমিনুলের ওপর। ভালোই খেলছিলেন দু'জন। কিন্তু ৬৬ বলে ব্যক্তিগত ৪২ রানে বিদায় নেন তিনি। এরপরই অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে ২৭ রানে ফিরে যান মুমিনুলও।  

কোহলিকে ফেরালেন সাকিব

হায়দ্রাবাদ টেস্টে ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরালেন টাইগার অলরাউন্ডর সাকিব আল হাসান।
 
১ম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা কোহলি এদিনও ওয়ানডে মেজাজে ব্যাট চালাচ্ছিলেন। খুব দ্রতই ৪০ বলে ৩৮ রান তুলে নেন তিনি। তার ইনিংসে ছিলো দুটি চার ও একটি ছক্কা।
 
ইনিংসের ১৭তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দি করেন সাকিব। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২৯৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। আর শুরুতেই জোড়া আঘাত আনেন তাসকিন আহমেদ।

বার্সাকে টপকে রিয়ালই শীর্ষে

প্রতিশোধের নেশায় আলাভেসের জালে গোল উৎসব করে শীর্ষে উঠে যাওয়া বার্সেলোনাকে কয়েক ঘণ্টার ব্যবধানে অবস্থানচ্যুত করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার দু'দলই অতিথি হয়ে জয় তুলে নিয়েছে। ওসাসুনার মাঠে রাতের ম্যাচে রিয়ালকে জয় তুলে নিতে বেশ বেগ পেতে হয়। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির বিপক্ষে হোঁচট খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত অবশ্য ৩-১ গোলের জয় পায় রোনাল্ডোরা।
 
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা টানেন ওসাসুনার স্যার্জিও লিওন। দ্বিতীয়ার্ধে ইসকো ও লুকাস ভাসকেসের গোলে জয় নিশ্চিত হয় লিগের সফলতম ক্লাবটির। অন্যদিকে ম্যাচ জুড়ে দারুণ সব সেভ করে দলকে তিন পয়েন্ট এনে দিতে বড় অবদান রাখেন গোল কিপার কেইলর নাভাস।

ভারতে অজিরা হোয়াইটওয়াশ হলেও অবাক হবেন না সৌরভ

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। এই অবস্থায় বিরাট ব্রিগেড যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ সিরিজ জেতে, তাতেও অবাক হওয়ার কিছু নেই।
শনিবার এই দাবি করেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল।
সৌরভ বলেন, 'অস্ট্রেলিয়ার কাছে এই ভারতীয় দলকে সামলানো বেশ কঠিন হবে। আমি ক্রিকেট নিয়ে খুব বেশি ভবিষ্যতবাণী করতে চাই না। তবে ভারত যদি ৪-০ -তে সিরিজ জয় করে, তাহলে আমি একটুও অবাক হব না।'

প্রথম ভারতীয় হিসেবে বিদেশি টি-টোয়েন্টি লিগে ইউসুফ

ইতিহাস তৈরি করলেন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান। প্রথম ভারতীয় হিসেবে দেশের বাইরে টি-টোয়েন্টি লিগ খেলবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এই সুযোগ পেলেন ইউসুফ।
বর্তমানে দেশ-বিদেশে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে নানান দেশের ক্রিকেটারদের মিলনমেলায় রূপ নেয়। তবে ভারতের টুর্নামেন্ট আইপিএল ছাড়া অন্যান্য টুর্নামেন্টে দেখা মিলে না ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের। 
Recent Posts Widget