বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে আচরণবিধি
ভঙ্গ করায় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানের ম্যাচ ফির
২০ শতাংশ জরিমানা হয়েছে। ইংলিশ অধিনায়ক জস বাটলারকে মৌখিকভাবে তিরস্কার
করা হয়েছে।
মাশরাফিকে আইসিসির অভিনন্দন
আমাদের সংযত থাকা দরকার ছিল: মাশরাফি
বাটলারের সঙ্গে
কি
হয়েছিল
আমি
জানি
না। রিভিউ
যখন
নিই,
আমি
উত্তেজিত হয়ে
পড়েছিলাম, কারণ
রিভিউটা আমাদের
পক্ষে
আসছে। এরপর
কি
হয়েছে
জানি
না। তবে
আমাদের
সংযত
থাকা
দরকার
ছিল।
রোববার
রাতে আউট হয়ে
যাবার পর টাইগারদের
উদযাপন দেখে ইংলিশ
অধিনায়ক জস
বাটলারের আচরণের
বিষয়ে ম্যাচ শেষে
সংবাদ সম্মেলনে এমনটাই
জানিয়েছেন টাইগার
অধিপতি মাশরাফি বিন
মাশরাফি মুর্তজা।
এদিকে নাটকীয় হারের পর দলের প্রতিটি সদস্যের মধ্যে জয়ের তাড়না ছিল বলেই রুদ্ধশ্বাস খেলায় জয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে বলেও মনে করেন টাইগারদের অধিনায়ক।
সতীর্থদেরই সব কৃতিত্ব দিলেন মাশরাফি
পুরস্কার বিতরণী পর্ব শেষে ড্রেসিংরুমে ফেরার পথে মাথার টুপিটা খুলে ছুড়ে দিলেন দর্শকদের উদ্দেশ্যে।
সংবাদ
সম্মেলনে এসে বারবার হেসে উঠলেন বিভিন্ন প্রশ্ন শুনে। বিশেষ করে নিজের
ব্যাটিংয়ের প্রশ্ন এলেই মুচকি হাসলেন। মাশরাফি বিন মুর্তজার খুশিটা লুকানো
ছিল না। লুকানোর কারণও নেই। সেই অধিনায়ক হওয়ার পর দ্বিতীয় ম্যাচে, ২০১৪
সালের নভেম্বরে শেষ ম্যাচসেরা হয়েছিলেন। তারপর থেকে দলের অন্যতম সেরা বোলার
হিসেবে পারফরম করেছেন, উইকেটও পেয়েছেন নিয়মিত। কিন্তু খেলোয়াড় মাশরাফি
শিরোনামে আসছিলেন। অবশেষে আবার এলেন—ব্যাটে ও বলে সেরা মাশরাফি।
Subscribe to:
Posts (Atom)