জোসে মরিনিয়োর সঙ্গে সত্যিই আর বনিবনা হচ্ছে না ওয়েইন রুনির।
ম্যানচেস্টার ইউনাইটেডে আর থাকতে চাইছেন না ক্লাবটির হয়ে সর্বোচ্চ এই
গোলদাতা। তাই এজেন্ট পল স্টেটফোর্ডকে চীনে পাঠালেন রুনি। উদ্দেশ্যটা খুবই
পরিষ্কার। চীনের কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। খুব সম্ভবত
আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা জানাবেন রুনি নিজেই। এমনটা হলে
রামিরেস, জ্যাকসন মার্টিনেজ, একেকুয়েল লাভেজ্জির পর চীনের লিগে খেলবেন
ইংল্যান্ডের সর্বকালের সেরা এই স্ট্রাইকার।
বার্সাকে লাইফলাইন দিল রিয়াল
এবারের স্প্যানিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে এগিয়ে চলছে
রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা বা আতলেতিকো মাদ্রিদ কেউই পেরে উঠছে না লস
ব্লাঙ্কোসদের সঙ্গে। তবে অবশেষে পা হড়কাল রিয়াল মাদ্রিদের। অনেকটা পচা
শামুকে পা কাটার মতো। পয়েন্ট টেবিলের ১৪তম অবস্থানে থাকা ভ্যালেন্সিয়ায়
আটকে গেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে রোনালদোদের হারটা ২-১ গোলে। এই হারে
রিয়ালের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধানটা কমে এসেছে। ২২ ম্যাচে রিয়ালের
সংগ্রহ ৫২ পয়েন্ট, সেখানে এক ম্যাচ বেশি খেলে মেসিদের পকেটে গেছে ৫১
পয়েন্ট।
বুধবার রাতে স্তাদিও ডি মাস্তেলায় প্রথম ১০ মিনিটে দুই গোল খাওয়া রিয়াল
আর ম্যাচে ফিরতে পারেনি। প্রথমার্ধের একেবারে শেষ সময়ে রোনালদোর গোলে সমতায়
ফিরলেও দ্বিতীয়ার্ধে রোনালদো-বেনজেমাদের আটকে রাখে ভ্যালেন্সিয়ার
রক্ষণভাগ।
শ্রীলংকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া
সিরিজের
তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে শ্রীলংকাকে ৪১ রানে হারিয়েছে স্বাগতিক
অস্ট্রেলিয়া। ফলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো অসিরা। তবে প্রথম দুই টি-২০
জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলংকা।
অ্যাডিলেডে
টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে অস্ট্রেলিয়া। উপরের সারির প্রথম চার
ব্যাটসম্যানের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায়
অস্ট্রেলিয়া। মাইকেল ক্লিঞ্জার ৪৩ বলে ৬২, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩২ বলে ৫৩,
বেন ডাঙ্ক ২১ বলে ২৮ ও ট্রাভিস হেড ১৬ বলে ৩০ রান করেন। শ্রীলংকার পক্ষে
২টি করে উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা ও দাসুন শানাকা।
Subscribe to:
Posts (Atom)