টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদ। এরপর দেশে ফিরেই অ্যাকশন শুধরানোর প্রক্রিয়া শুরু করে দেন তিনি। নেমে পড়েন পুনর্বাসন প্রক্রিয়ায়।
দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় তাসকিনের অ্যাকশনের ত্রুটি এখন অনেকটাই সেরে উঠেছে। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য ও সাবেক অলরাউন্ডার ওমর খালেদ রুমি মনে করেন, তাসকিনের বাউন্সারে এখন আর সমস্যা নেই।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রুমি সাংবাদিকদের বলেন, ‘বলা হচ্ছে তাসকিনের বাউন্সারে সমস্যা ছিল। আজ (রোববার) যা দেখলাম, কোনো সমস্যা দেখছি না। খেলতে নামলেও খুব একটা সমস্যা থাকবে বলে আমরা মনে হয় না। অবশ্য আরো কয়েকদিন দেখলে বোঝা যাবে প্রকৃত অবস্থা।’
তবে আপাতত তাঁর বাউন্সার পারফেক্টই মনে হচ্ছে সাবেক এই ক্রিকেটারের দৃষ্টিতে, ‘খালি চোখে যা দেখছি, মনে হচ্ছে একদম পারফেক্ট। কোনো সমস্যা নেই। অবশ্য আমার কাছে আগেও সমস্যা মনে