বাংলাদেশ ও সাকিবকে স্টোকসের পাল্টা স্যালুট | Bangladesh and sakib counter salute Stokes

বেন স্টোকসকে আউট করে স্যালুট দিয়ে দারুণ আলোড়ন তুলেছেন সাকিব আল হাসান। সেই স্যালুটের বদলে সাকিবের পাশাপাশি পুরো বাংলাদেশ দলকেই স্যালুট দিলেন বেন স্টোকস।
অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বাংলাদেশে বেশ কয়েকবার শিরোনাম হওয়া বেন স্টোকসকে চতুর্থ ইনিংসে সরাসরি বোল্ড করে ‘স্যালুট’ করে বসেন সাকিব আল হাসান। আর সেই স্যালুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। দ্বিতীয় টেস্টে ১০৮ রানে হেরে বাংলাদেশ সফর শেষ করা স্টোকস ম্যাচ শেষে টুইটারে মাতেন বাংলাদেশ বন্দনায়। নিরাপত্তা শঙ্কা ও অন্যান্য ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের দারুণ ব্যবস্থাপনার প্রশংসা করেন

এভাবেই আমাকে বাসায় স্যালুট করে বলল শিশির

বেন স্টোকসকে আউট করার পরে সাকিব আল হাসান সবাইকে চমৎকৃত করে স্যালুট দিয়ে বসেন। আর সাকিবের সেই স্যালুটের ছবি ফেসবুকে দিয়ে তার স্ত্রী উম্মে আল হাসান শিশির খুনসুটি করে লিখেন, ও আমাকে বাসায় প্রতিদিন এভাবেই স্যালুট দেয়।
 
ইংল্যান্ডের বাংলাদেশ সফর শুরু থেকেই বিভিন্নভাবে আক্রমণাত্মক মেজাজ প্রকাশ করতে থাকেন বেন স্টোকস। ওয়ানডে সিরিজে তামিমের সঙ্গে এই বিষয়ে ঝামেলা হয়, প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর মতো অভব্য আচরণ করেন এই ইংলিশ অলরাউন্ডার। 

১৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা মিরাজ

আগেই অনুমিতই ছিলো, এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশে বনাম ইংল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে মোট ১৯ উইকেট নিয়েছেন এই স্পিনার।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই জাদু দেখিয়েছেন মিরাজ। নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় টেস্টে ১২ উইকেট শিকার করেছেন এই তরুণ স্পিনার। তার বোলিং ফিগার ছিলো ২১.৩ -২-৭৭-৬। এর আগে প্রথম টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো সাদা পোশাকে ক্রিকেটের জনককে পরাজিত করলো টাইগাররা।মিরাজ ও সাকিবের ঘূর্ণিজাদুতে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ১০৮ রানের জয় পায় টাইগাররা।
 
আগের ইনিংসে ছয় উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজ আবারো যাদু দেখিয়েছেন, নিয়েছেন ছয় উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ডাকেট ও ব্যালেন্সকে ফেরানোর পর শূন্য রানে ফিরিয়েছেন মঈন আলিকেও। আউট করেছেন ফিফটি করা অধিনায়ক অ্যালিস্টার কুককেও।

২৭২ রানের লিড নিয়ে অল আউট বাংলাদেশ

তৃতীয়দিন লাঞ্চের কিছু পরেই অল আউট হয়ে গেল বাংলাদেশ। ২৬৮ রানে ৩ উইকেট হাতে নিয়ে  লাঞ্চ শুরু করা বাংলাদেশ ২৮ রান যোগ করে অল আউট হয়ে যায় ২৯৬ রানে।
 
২৭৩ রানের টার্গেট নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড দল। তাদের হাতে আছে ২০০ ওভারেরও বেশি। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১০ উইকেট।

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে রিয়াল

মৌসুমের প্রথম হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে জয় উপহার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নবাগত আলাভেসের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ক্লাবটি। এই জয়ে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসে এসেছে রিয়াল মাদ্রিদ। 
 
দশ ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। শনিবার রাফিনহার একমাত্র গোলে টেবিলের নীচে থাকা গ্রানাডার বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ আধা ঘণ্টা ১০ জনকে নিয়ে খেলেও ইয়ানিক কারাসকো ও কেভিন গামেইরোর দুই গোলে মালাগাকে ৪-২ গোলে পরাজিত করেছে দিয়েগো সিমিয়োনের দল। 
Recent Posts Widget