প্রায় এক মাস ধরে তিনি মাঠের বাইরে।
এই সময় বার্সেলোনার
যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে আর্জেন্টিনার। লিওনেল মেসি, বার্সেলোনা
আর আর্জেন্টিনার
জন্য সুখবর—মাঠে ফিরতে যাচ্ছেন
ফুটবলের
‘খুদে জাদুকর’। হয়তো আজই!
আজ স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে স্বাগত জানাবে বার্সা।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে
মেসির মাঠে নামার উজ্জ্বল
সম্ভাবনা। স্বয়ং বার্সা কোচ লুইস এনরিকে গতকাল ম্যাচপূর্ব
সংবাদ সম্মেলনে
বলেছেন, ‘বুধবার থেকে লিও (মেসি) দলের সঙ্গে অনুশীলন
করছে। এখন তার অবস্থা অনেক ভালো।
চোট থেকে ফেরার পর ম্যাচ হোক বা প্র্যাকটিস,
প্রত্যেক
জায়গায় মানিয়ে নিতে সময় প্রয়োজন। আমি তাই আগামীকাল
(আজ) মাঠে নামার সিদ্ধান্ত
নিয়ে তার সঙ্গে কথা বলব। তবে তাত্ত্বিকভাবে মনে হচ্ছে সে খেলতে পারবে।’