আমিরের পাপ-মোচন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের নায়ক কে? এই প্রশ্নের জবাবে, সবার আগেই আসবে পাকিস্তানের ওপেনার ফখর জামানের নাম। দারুণ এক সেঞ্চুরি করা এই বাঁ-হাতি ব্যাটসম্যানের হাতেই তো উঠেছিল ম্যাচ সেরার পুরস্কার।
 
তবে, নিঃসন্দেহে মোহাম্মদ আমির না থাকলে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে মোকাবিলা করাটা কষ্টকর হতো পাকিস্তানের জন্য। এই পেসারই তো এক হাতে গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতের বিখ্যাত টপ-অর্ডার। সেই অবস্থা থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি বিরাট কোহলির দল। হারতে হয়েছে ১৮০ রানের বিশাল ব্যবধানে।

মেসির প্রতিই অনুরক্ত ম্যারাডোনা, রোনালদোকে বললেন ‘অসাধারণ’

তুলনামূলক বিচারে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে স্বদেশী লিওনেল মেসির প্রতিই বেশী অনুরক্ত আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। তবে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকেও ‘অসাধারণ’ খেতাবে ভূষিত করেছেন তিনি। 
 
টিভিসি স্পোর্টসকে ম্যারাডোনা বলেন, ‘লিওনেল মেসি খারাপ খেলেছেন এমন কোন ঘটনা আমার মনে পড়ে না। আমি রোনালদোর চেয়ে মেসিকেই এ কারণে বেশি পছন্দ করি। তবে লিখিতভাবে এই কথাটি বলে দিতে পারি যে রোনালদো ‘অসাধারণ’।’

কোচের পদ থেকে কুম্বলের পদত্যাগ

ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ার জল্পনার মধ্যেই গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেন তিনি।
 
কুম্বলে প্রথমে সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে যাবেন না তিনি। এরপর দায়িত্বটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতের অন্যতম সেরা সাবেক এই ক্রিকেটার। 
Recent Posts Widget