রিও অলিম্পিকে বৃহস্পতিবার রাতে পর্তুগালের মুখোমুখি আর্জেন্টিনা



রিও অলিম্পিকে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল পর্তুগাল অনূর্ধ্ব-২৩ দল। বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি শুরু হবে।

আগামী আগস্ট আনুষ্ঠানিকভাবে রিও অলিম্পিকের পর্দা উঠবে। কিন্তু তার একদিন আগেই ফুটবলের লড়াই হয়েছে। প্রথম দিনে স্বাগতিক ব্রাজিল মাঠে নামছে। তার দুঘণ্টা পর শুরু হচ্ছে
আর্জেন্টিনার লড়াই।

আর্জেন্টিনা পর্তুগালের লড়াই মানে এবার মেসি-রোনালদো লড়াই নয়। মেসি জাতীয় দল থেকেই অবসর নিয়েছেন। রোনালদো দলকে ইউরোতে চ্যাম্পিয়ন করলেও এখানে তিনি খেলবেন না।

অলিম্পিক ফুটবলে মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা খেলেন। তবে ২৩ বছরের বয়সী তিন জন খেলোয়াড় এখানে খেলতে পারেন।
এই অলিম্পিকে আর্জেন্টিনার দলের তারকা হিসেবে মাঠে নামবেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে। ফরোয়ার্ডে খেলা এই ফুটবলারই দলটির অন্যতম ভরসার পাত্র।

অলিম্পিকে এখন পর্যন্ত দুবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ২০০৪ অলিম্পিকে স্বর্ণ জয়ের পর ২০০৮ অলিম্পিকেও সেটা ধরে রেখেছিল তারা। বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনাকে সোনা এনে দিতে অবদান রেখেছিলেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। দুর্দান্ত খেলেছিলেন ডি মারিয়া। ফাইনাল ম্যাচে এই মিডফিল্ডারই গোল করেছিলেন।

বাংলামেইল২৪ডটকম
Recent Posts Widget