ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের সুফল পেলো পর্তুগাল। শিরোপা জয় করায় সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ উপরে উঠে তারা এখন অবস্থান করছে ৬ নম্বরে। তবে, শীর্ষ পাঁচে আসেনি কোনো পরিবর্তন। আর্জেন্টিনা, বেলজিয়াম, কলম্বিয়া, জার্মানি ও চিলি রয়েছে শীর্ষ পাঁচে। দুই ধাপ নিচে নেমে বাংলাদেশ অবস্থান করছে র্যাংকিংয়ের ১৮৩ নম্বরে।
কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে ফুটবলপ্রেমিদের প্রত্যাশা ছিলো বড় ধরনের পরিবর্তন আসবে এবারের ফিফা র্যাংকিংয়ে। কিন্তু, র্যাংকিংয়ের শীর্ষ ৫টি অবস্থান
অপরিবর্তিতই রয়ে গেছে। পর্তুগাল ছাড়া র্যাংকিংয়ে বিশাল উন্নতি করেছে ইউরোর এবারের আসরের রানার্সআপ ফ্রান্স। ১০ ধাপ উপরে উঠে তাদের অবস্থান ৭ নম্বরে। এছাড়া, স্পেন দুই ধাপ নিচে নেমে ৮, ব্রাজিল ৯ ও ইতালি অবস্থান করছে ১০ নম্বরে।কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে ফুটবলপ্রেমিদের প্রত্যাশা ছিলো বড় ধরনের পরিবর্তন আসবে এবারের ফিফা র্যাংকিংয়ে। কিন্তু, র্যাংকিংয়ের শীর্ষ ৫টি অবস্থান
দক্ষিণ এশিয়ান অঞ্চলে সবার চেয়ে এগিয়ে রয়েছে ১৫০ নম্বরে থাকা আফগানিস্তান। এরপরই রয়েছে ১৫২ নম্বরে থাকা ভারত, ১৭৪ নম্বরে থাকা মালদ্বীপ এবং ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশ। টম সেইন্টফিটের শিষ্যদের পরের স্থানগুলোতে রয়েছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তান।