রিও অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় রিও ডি জেনিরোতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে দুই দলই সমানে-সমানেই খেলে।
পর্তুগাল বলের দখল বেশি রাখলেও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে আর্জেন্টিনা।৮৪তম মিনিটে পিতের দূরপাল্লার শট আর্জেন্টিনা গোলরক্ষক ঠেকাতে না পারায় জয় নিশ্চিত হয়ে যায় পর্তুগালের। খেলার শেষ মূহুর্তে, ৯০ মিনিটের মাথায় জিওভান্নি সিমিওনে একটি গোল পরিশোধ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার বাইসাইকেল কিক গোলবারে লেগে ফিরে আসে।
এ পরাজয়ের ফলে দলটির অলিম্পিকে টানা ১২ ম্যাচে জয়ের সমাপ্তি ঘটলো। ২০০৪ এবং ২০০৮ সালে দলটি তাদের নিজেদের ছয়টি করে ম্যাচের সবগুলোতে জিতেছিল। আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা