সিনিয়র পাঁচ ক্রিকেটারে অনুরোধেই এবারের বিপিএলে ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, নিজ নিজ দল ঠিক করে নেয়ার স্বাধীনতাও দেয়া হয়েছে শীর্ষ গ্রেডের সাত ক্রিকেটারকে।
গত বিপিএলে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৩৫ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের শীর্ষ গ্রেডের তুলনায় যা ছিল বেশ কম। ব্যাপারটি নিয়ে সেবার সমালোচনা হয়েছিল বেশ। এবার তাই দেশের শীর্ষ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আজ এক সংবাদ সম্মেলনে জানালেন, সিনিয়র ক্রিকেটারদের অনুরোধেই এই সিদ্ধান্ত। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ ওরা আমাদের কাছে এসেছিল। ওরা বলেছে যে বিশ্বের সব লীগেই শীর্ষ বিদেশি ক্রিকেটাররা যা পায়, শীর্ষ দেশি ক্রিকেটাররা একইরকম পায়। সেটা বিবেচনায় নিয়েই আমরা ওদের পারিশ্রমিক বাড়িয়েছি।
সদস্য সচিব জানালেন, এবার আর ‘আইকন’ থাকছে না। থাকছে সমমর্যাদায় ‘এ’ প্লাস গ্রেড। এই গ্রেডে রাখা হয়েছে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও সাব্বির রহমান।
সাকিবের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৫৫ লাখ টাকা। মাশরাফি, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ পাবে ৫০ লাখ টাকা; সাব্বির ও সৌম্য ৪০ লাখ। তবে এই নির্ধারিত পারিশ্রমিকই শেষ নয়। এর বাইরেও দলগুলির সঙ্গে দর কষাকষি করে আরও বেশি পারিশ্রমিকের সুযোগ দেয়া হয়েছে শীর্ষ ক্রিকেটারদের। ওরাই বলেছে যে মূল্য বাড়ানোর পর যদি দল ঠিক করার প্রক্রিয়াটিও দেন, তাহলে হয়ত দর কষাকষি করে আমরা বাড়তি কিছু পেতে পারি। আমরা সেটাও দিয়েছি। বাড়তি যা পাবে, সেটার দায়-দায়িত্ব ওদের। বোর্ড শুধু বেধে দেয়া টাকার দায়িত্ব নেবে।
ইসমাইল হায়দার মল্লিক জানালেন, ‘এ’ প্লাস গ্রেডের সাত ক্রিকেটারের দলও নির্ধারিত হয়ে গেছে। প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি খেলবেন গতবারের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, চিটাগং ভাইকিংসেই থেকে যাচ্ছেন তামিম ইকবাল।
গতবার বরিশাল বুলসকে দারুণ নেতৃত্ব দিয়ে নজর কাড়া মাহমুদউল্লাহ এবার খেলবেন খুলনা টাইটানসে। বরিশালে খেলবেন মুশফিকুর রহিম। রংপুর রাইডার্স ছেড়ে ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান। রাজশাহীতে খেলবেন সাব্বির রহমান, রংপুরে সৌম্য সরকার।
সূত্র : বাসস
No comments:
Post a Comment