বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও প্যারাগুয়ের
বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর অনেকদিন পর দলে
ফিরেছেন গঞ্জালো হিগুয়েন। ডাক পেয়েছেন ম্যান সিটির সার্জিও আগুয়েরোও।
৬
অক্টোবর পেরুর সঙ্গে প্রথম ম্যাচ,পাঁচ দিন পর প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই
মুহূর্তে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার তিনে আছে
আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো (ম্যানইউ), নাহুয়েল গুজমান (তিগ্রেস),
ডিফেন্ডার: ফাকুন্দো
রোনকাগলিয়া (সেল্টা ভিগো), মাতেও মুসাচ্চিও (ভিয়ারিয়াল), রামির ফিউনেস
মোরি (এভারটন), মার্কোস রোহো (ম্যানইউ), মার্টিন ডেমিচেলিস (এসপানিওল),
পাবলো জাবালেতা (ম্যান সিটি), গ্যাব্রিয়েল মেরকাদো (সেভিয়া), নিকোলাস
ওটামেন্ডি (ম্যান সিটি), মিডফিল্ডার: মাতিয়াস ক্রানেভিতার (সেভিয়া),
হাভিয়ের মাচেরানো (বার্সেলোনা), লুকাস বিলিয়া (লাৎসিও), অগাস্তো
ফার্নান্দেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), এভার বানেগা (ইন্টার মিলান), এরিক
লামেলা (টটেনহাম), নিকোলাস গাইতান (অ্যাটলেটিকো), ডি মারিয়া (পিএসজি),
ফরোয়ার্ড: লিওনেল
মেসি (বার্সেলোনা), অ্যাঙ্গেল কোরিয়া (অ্যাটলেটিকো), গঞ্জালো হিগুয়াইন
(জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), পাউলো দিবালা (জুভেন্টাস),
লুকাস প্রাতো (অ্যাটলেটিকো মিনেইরো)।