চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ। আর এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন মোহাম্মদ আশরাফুল।
বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের জুন মাসে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
আশরাফুল তার এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন। আর সে পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসের শেষের দিকে তার নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়। ৮ বছরের স্থানে ৫ বছর করা হয় তার নিষেধাজ্ঞার মেয়াদ। কিন্তু তার মূল স্থগিতাদেশ দুই বছরের। সে অনুসারে আশরাফুল তিন বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন। সে ক্ষেত্রে ২০১৬ সালের ১৩ আগস্ট শেষ হয়েছে তার নিষেধাজ্ঞা।
২৫ আগস্ট শুরু হতে যাওয়া এনসিএলে আটটি বিভাগীয় দলসহ ঢাকা মেট্রো অংশ নেবে। এই টুর্নামেন্ট দিয়েই আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরছেন আশরাফুল। এই প্রসঙ্গে আশরাফুল ইত্তেফাককে বলেন, ১৩ তারিখ আমার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই আমি মাঠের ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে ছিলাম। এখন এনসিএলের মাধ্যমে ফিরতে পারার দিনক্ষণ জানায় অনেক ভালো লাগছে। ১৩ বছর দেশের হয়ে ক্রিকেট খেলেছি, সাড়ে তিন বছর নিষেধাজ্ঞার জন্য খেলতে পারিনি। আমি নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলার চেষ্টা করবো।