ধারাবাহিক
ভাবে ভালো পারফরম্যান্স করার পরেও আফগানিস্তানের বিপক্ষে বাদ পড়েছিলেন
পেসার আল আমিন। তবে রবিবার ঘোষিত ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের ১৪
জনের দলে ফিরেছেন তিনি, বাদ পড়েছেন তাইজুল ইসলাম।
প্রথম
দুই ওয়ানডে খেলা হবে ৭ ও ৯ অক্টোবর। তাইজুল ইসলাম আফগানিস্তানের বিপক্ষে
দুই ম্যাচে ২০ ওভার করে মাত্র এক উইকেট পেয়েছিলেন। রান কম দিলেও উইকেট নিতে
সফল হননি তিনি, তৃতীয় ওয়ানডেতে দলে সুযোগ পান মোশাররফ। সুযোগ পেয়েই তিন
উইকেট নেন তিনি।
আফগানিস্তানের
বিপক্ষে সিরিজে আল আমিনকে অন্তর্ভুক্ত করার কারণ হিসেবে প্রধান নির্বাচক
মিনহাজুল আবেদিন বলেছিলেন, তার ফিল্ডিং ভালো নয়। তবে তৃতীয় ওয়ানডের
স্কোয়াডে রুবেল হোসেনকে বাদ দিয়ে আল আমিনের অন্তর্ভুক্তি ইঙ্গিত দিয়েছিল যে
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অধিনায়ক মাশরাফি ও তাসকিন আহমেদের সঙ্গে
তৃতীয় পেসার হিসেবে আল আমিনই থাকবেন। স্কোয়াডের চতুর্থ বা স্ট্যান্ড বাই
ফাস্ট বোলার হিসেবে থাকছেন শফিউল। ইনজুরির কারণে দলে নেই মুস্তাফিজুর
রহমান। আফগানিস্তানের বিপক্ষে অভিষেকে দারুণ পারফর্ম করা অলরাউন্ডার
মোসাদ্দেক হোসেন জায়গা ধরে রেখেছেন। দীর্ঘদিন পরে দলে ফেরা মোশাররফও থাকছেন
স্কোয়াডে।
স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য
সরকার, ইমরুল কায়েস, ,মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন,
মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন,
আল আমিন হোসেন, তাসকিন আহমেদ। ক্রিকইনফো।
No comments:
Post a Comment