কলকাতা
টেস্টে সিরিজের চতুর্থ দিনে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানকে সরিয়ে টেস্ট
র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেল ভারত। সোমবার ১৭৮ রানের বিশাল এই জয়ে তিন
ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলেছে কোহলির দল ।
চতুর্থ
ইনিংসে ভারতের ছুড়ে দেয়া ৩৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮১.১ বলে ১৯৭
রানে অলআউট হয়ে যায় কিউইরা। রবিবার রোহিত শর্মার ৮২ ও হৃদ্ধিমান সাহার টানা
দ্বিতীয় অর্ধশত রানের উপর ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৩ রান করেছিল
ভারত।
৩৭৮
রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার টম ল্যাথামের ব্যাটে ভালোই শুরু
করেছিল। ১৪৮ বলে ৭৪ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকারে পরিণত হন তিনি।
এরপর আর কোনো কিউই ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শুধুমাত্র লুক
রনকি (৩২) বলার মতো রান করতে পেরেছেন।
অশ্বিন,
রবীন্দ্র জাদেজা ও পেসার মোহাম্মদ শামি ৩টি করে উইকেট নিয়েছেন। ইন্দোরে
অক্টোবরের ৮ তারিখ থেকে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
সূত্র: ক্রিকবাজ
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ও ২য় ইনিংস: ৩১৬, ২৬৩
নিউজিল্যান্ড ১ম ও ২য় ইনিংস: ২০৪, ১৯৭
ভারত ১৭৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: হৃদ্ধিমান সাহা
No comments:
Post a Comment