প্রায় এক মাস ধরে তিনি মাঠের বাইরে।
এই সময় বার্সেলোনার
যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে আর্জেন্টিনার। লিওনেল মেসি, বার্সেলোনা
আর আর্জেন্টিনার
জন্য সুখবর—মাঠে ফিরতে যাচ্ছেন
ফুটবলের
‘খুদে জাদুকর’। হয়তো আজই!
আজ স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে স্বাগত জানাবে বার্সা।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে
মেসির মাঠে নামার উজ্জ্বল
সম্ভাবনা। স্বয়ং বার্সা কোচ লুইস এনরিকে গতকাল ম্যাচপূর্ব
সংবাদ সম্মেলনে
বলেছেন, ‘বুধবার থেকে লিও (মেসি) দলের সঙ্গে অনুশীলন
করছে। এখন তার অবস্থা অনেক ভালো।
চোট থেকে ফেরার পর ম্যাচ হোক বা প্র্যাকটিস,
প্রত্যেক
জায়গায় মানিয়ে নিতে সময় প্রয়োজন। আমি তাই আগামীকাল
(আজ) মাঠে নামার সিদ্ধান্ত
নিয়ে তার সঙ্গে কথা বলব। তবে তাত্ত্বিকভাবে মনে হচ্ছে সে খেলতে পারবে।’
গত ২১ সেপ্টেম্বর লা লিগায় আতলেতিকোর বিপক্ষে কুঁচকিতে চোট পাওয়ার পর আর মাঠে নামতে পারেননি মেসি।
দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতে
দুটি ম্যাচ জিতলেও সেল্তা ভিগোর কাছে অন্য ম্যাচে হেরে গেছে বার্সেলোনা। লিগের পয়েন্ট টেবিলে চার নম্বরে নেমে যাওয়া স্প্যানিশ
চ্যাম্পিয়নদের
চেয়েও অবশ্য আর্জেন্টিনার
বেশি ক্ষতি হয়েছে মেসিকে হারিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে অধিনায়ককে ছাড়া দুই ম্যাচ খেলে প্রথমটি ড্র ও পরেরটি হেরে গেছে আর্জেন্টাইনরা, ১০ দলের লাতিন আমেরিকা
অঞ্চলে নেমে গেছে পঞ্চম স্থানে।
মেসির এবারের চোটের পর বার্সেলোনা কর্তৃপক্ষকে একহাত নিয়েছিলেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা।
তাঁকে সান্ত্বনা
দিতেই বোধহয় মেসির অনুপস্থিতিতে
নিজেদের
লড়াইয়ের
উদাহরণ টেনে এনেছেন এনরিকে, ‘আপনারা নিশ্চয়ই
লক্ষ্য করেছেন যে সব সময় সেরা খেলোয়াড়ের
অনুপস্থিতি
নিয়ে কথা বললে সংশ্লিষ্ট
দলটির ওপর কতটা প্রভাব পড়ে। তবে এটা গ্রহণ করাই আমাদের জন্য চ্যালেঞ্জ।
গত মৌসুমেও
আমাদের এমন পরিস্থিতিতে
পড়তে হয়েছিল। লিগ শিরোপা জিততে হলে আপনাকে পুরো দলকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।’
গত মৌসুমে চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি।
তবু চিরপ্রতিদ্বন্দ্বী
রিয়াল মাদ্রিদকে
পেছনে ফেলে লা লিগার শিরোপা জিতেছিল
বার্সেলোনা।
No comments:
Post a Comment